ফাইল চিত্র।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সফর চলাকালীন ফের সেনা-জঙ্গি সংঘর্ষ উপত্যকায়৷ ৪৮ ঘণ্টার মধ্যে আরও একবার সেনার হাতে জীবন্ত ধরা পড়ল এক জঙ্গি৷ সোমবার ভোরে কাশ্মীরের কুলগাম জেলায় শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি৷ গ্রেফতার করা হয় এক জঙ্গিকে৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র।
মৃত ২ জঙ্গিকে দাউদ আহমেদ আলি এবং শইয়ার আহমেদ ওয়ানি বলে চিহ্নিত করা গিয়েছে। তারা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য বলে সেনার তরফে জানানো হয়েছে। জম্মু–কাশ্মীরের কুলগাম জেলার খুদওয়ানিতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে রবিবার রাতে গোপন সূত্রে খবর পায় সেনা।
আরও পড়ুন: ‘আমি এখন মুক্ত’, প্রকাশ্যে বিচ্ছেদ ঘোষণা শাজাদার
কুলগামের খুদওয়ানি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তার পরই দ্রুত এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷ শুরু হয় চিরুণি তল্লাশি৷ পালানোর পথ না পেয়ে জওয়ানদের দিকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ শুরু হয় প্রবল গুলিযুদ্ধ৷ তাতেই মৃত্যু হয় জঙ্গিদের। মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়৷ রবিবার সোপিয়ানে সেনার হাতে নিকেশ হয় হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ নেতা তারিক আহমেদ ভাট৷ গ্রেফতার হয় লস্কর জঙ্গি আদিল দার৷