ফাইল চিত্র।
আজ, বুধবার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের দলত্যাগ-বিরোধী মামলার শুনানি রয়েছে বিধানসভায়। স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের ঘরে হতে পারে শুনানি। দুপুর ১টা শুনানি শুরু হওয়ার কথা।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
গোয়ায় অভিষেক
আজ গোয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের তৃতীয় দিন। ওই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জোটসঙ্গীদের বৈঠক করতে পারেন তিনি। এ ছাড়া প্রার্থী সংক্রান্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে করোনার গ্রাফ এ বার নিম্নমুখী। তবে মঙ্গলবার ১০ হাজারের উপরেই ছিল আক্রান্তের সংখ্যা। তবে গত চার-পাঁচ দিনে পরীক্ষার সংখ্যাও কমেছে। এই অবস্থায় আজ নজর থাকবে রাজ্যের করোনা সংক্রমণের দিকে।
গ্রাফিক- সনৎ সিংহ।
ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ
আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে। এটি এই সিরিজের প্রথম এক দিনের ম্যাচ। দুপুর ২টো নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ
আজ ভারত ও আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
আবহাওয়া
আজ থেকে রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা। ফলে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস।