প্রতীকী ছবি।
ষোল বছরের এক কিশোরীর মুণ্ডহীন দেহ ও মু্ণ্ড উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম বিহারের গয়ায়। গত রবিবার দেহটি উদ্ধার হয়। কিশোরীর মুখ অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মৃত কিশোরীর পরিবারের একাংশের দাবি, তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ পরিবারের দাবি মানতে নারাজ। তদন্তকারীরা জানিয়েছেন, ‘অনার কিলিং’-এর শিকার হয়েছেন ওই কিশোরী। স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ তুলে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের গ্রেফতার করে দ্রুত ব্যবস্থার দাবিতে হয় মোমবাতি মিছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ২৮ ডিসেম্বর ওই কিশোরী নিখোঁজ হয়। ৬ জানুয়ারি বাড়ির কাছেই তার পচাগলা দেহ মেলে। কিশোরীর পরিবারের একাংশের দাবি, নিখোঁজ হওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশের দাবি, কিশোরী নিখোঁজ হওয়ার প্রায় চার দিন পর অভিযোগ জানান তার বাবা। গয়ার এসএসপি রাজীব মিশ্র বলেন, ‘‘ওই কিশোরীর মা ও বোন অন্য কথা জানিয়েছেন। নিখোঁজ হওয়ার তিন দিন পর, ৩১ ডিসেম্বর মেয়েটি বাড়ি ফেরে বলে তাঁরা জানান।’’