আফগানিস্তান থেকে ভারতে। ছবি—টুইটার।
আফগানিস্তান থেকে মঙ্গলবার ভারতে এসেছেন ৭৮ জন। তাঁদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন আফগানিস্তান থেকে শিখ ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’ নিয়ে ফেরা তিন জনও। আক্রান্ত ১৬ জনই কোভিডের লক্ষণহীন। তবে সাবধানতা অবলম্বনের জন্য আফগানিস্তান থেকে ফেরা ৭৮ জনকেই নিভৃতবাসে রাখা হয়েছে।
৪৬ জন আফগান হিন্দু এবং শিখ-সহ মোট ৭৮ জনকে কাবুল থেকে দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে মঙ্গলবার। এঁদের মধ্যে ছিলেন তিন জন গ্রন্থি। তাঁরা কাবুল থেকে নিয়ে এসেছেন শিখ ধর্মগ্রন্থ। তাঁদের স্বাগত জানাতে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। বিমানবন্দর থেকে ধর্মগ্রন্থ মাথায় করে নিয়ে আসার ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেছে তিনি।
কাবুলের দখল তালিবানের হাতে যেতেই আফগানিস্তান ছে়ড়ে পালাচ্ছেন সে দেশের নাগরিকদের একাংশ। সেখানে আটকে থাকা ভারতীয়, আফগান শিখ এবং হিন্দুদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারত। এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে ৬২৬ জনকে ভারতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন হরদীপ। এর মধ্যে রয়েছেন ২২৮ জন ভারতীয় নাগরিক।