Vande Bharat Express

বন্দে ভারতের সামনে ঝাঁপ! ব্রেক কষেও ১৫ বছরের নাবালিকাকে বাঁচাতে পারলেন না চালক

মঙ্গলবার অযোধ্যা থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসের সামনে আচমকাই চলে আসে ওই নাবালিকা। বুঝতে পেরে চালক ব্রেক কষেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮
Share:

বন্দে ভারত এক্সপ্রেস। — প্রতীকী ছবি।

দ্রুত গতিতে ছুটছিল বন্দে ভারত এক্সপ্রেস। আচমকা ট্রেনের সামনে চলে আসে এক নাবালিকা। তাকে বাঁচাতে ব্রেক কষেও লাভ হয়নি। ধাক্কা মেরে গায়ের উপর দিয়ে চলে যায় ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ বছরের কিশোরীর!

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পাটুলকি গ্রামের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দরিয়াবাদ থানার পুলিশ। ওই থানার এসএইচও মনোজ সোঙ্কার জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে দুর্ঘটনার সম্ভাবনার কথাও এড়াচ্ছেন না তাঁরা।

জানা গিয়েছে, মঙ্গলবার অযোধ্যা থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসের সামনে আচমকাই চলে আসে ওই নাবালিকা। বুঝতে পেরে চালক ব্রেক কষেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় প্রাণ যায় তার।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই ময়নাতদন্ত হবে। কী ভাবে ঘটনাটি ঘটেছে, তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement