ডাইনি অপবাদে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল অসমের উদালগুড়ি জেলার ১৫ জনের। গত বছর ১৯ মার্চ পানেরি থানা এলাকার বুটিয়াচাং চা বাগানের বাসিন্দা গিগরা ওঁরাওকে কয়েক জন পড়শি বাড়ি থেকে টেনে বের করে সালিশি সভায় নিয়ে যায়। অভিযোগ তোলা হয়, গিগরা ডাইনি বিদ্যা চর্চা করেন. এর পর কয়েক জন গ্রামবাসী পিটিয়ে-কুপিয়ে গিগরাকে খুন করে। পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছিল। আদালত ১৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল। এ নিয়ে চলতি বছর বড়োভূমিতে তিন বার ডাইনি অপবাদে খুনে সাজা ঘোষণা করল আদালত।
গত মাসে কোকরাঝাড়ে ডাইনি অপবাদে সৎ মা’কে খুনের দায়ে সেরফাংগুরির বাসিন্দা বুদরাই কিসকু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ঘটনাটি ২০১৩ সালে ঘটেছিল। চিরাং জেলার আদালত ডাইনি অপবাদে ঢালিগাঁওয়ের বাসিন্দা রমন নার্জারি ও তাঁর স্ত্রী বুলাউকে খুনের ঘটনায় সাত জনকে যাবজ্জীবন সাজা দেয়।