News

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

দুপুর ৩টে নাগাদ বাঘাযতীনে সভা তৃণমূল নেত্রীর। তার পর বিকেল ৫টা নাগাদ বেহালা চৌরাস্তায় দ্বিতীয় সভাটি করতে পারেন তিনি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ০৭:০৯
Share:

প্রতীকী চিত্র।

ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে দু’দিন ব্যাপি ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। আজ, বৃহস্পতিবার ওই ধর্মঘটের প্রথম দিন। বেশির ভাগ ব্যাঙ্ক ওই ধর্মঘটে যোগ দেবে বলে জানা গিয়েছে। ফলে ব্যাঙ্ক পরিষেবা আজ ব্যাহত হতে পারে। এমনকি হাসপাতাল এলাকা ছাড়া অন্য সব এটিএম-ও আজ বন্ধ থাকবে। ফলে গ্রাহকদের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

পুরভোটে মমতার প্রচার

Advertisement

কলকাতা পুরসভার ভোটে বুধবারই প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জোড়া সভা। দুপুর ৩টে নাগাদ বাঘাযতীনে সভা রয়েছে তৃণমূল নেত্রীর। তার পর বিকেল ৫টা নাগাদ বেহালা চৌরাস্তায় দ্বিতীয় সভাটি করতে পারেন তিনি।

পুরভোটের প্রচার

আজ কলকাতা পুরভোটের প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ বড়বাজার থেকে বৌবাজার পর্যন্ত তাঁর মিছিল করার কথা। এ ছাড়া বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ১০টায় ৭ নম্বর এবং বিকেল সাড়ে ৪টেয় ১২৪ নম্বর ওয়ার্ডে প্রচার করার কথা তাঁর। আজ সিপিএম প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। প্রচারে নামছেন কংগ্রেস প্রার্থীরাও।

গ্রাফিক- সনৎ সিংহ।

পুরভোট শুনানি হাই কোর্টে

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা করেছে বিজেপি। আজ কলকাতা হাই কোর্টে ওই মামলাটির শুনানি হওয়ার কথা। বেলা ১১টা নাগাদ বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ কী রায় দেয় সেটাই আজ দেখার। এ ছাড়া বুথভিত্তিক পোলিং এজেন্ট বসানোর দাবিতে অন্য একটি মামলা করেছে বিজেপি। ওই একই বেঞ্চে সেটিরও শুনানি হতে পারে।

সিঙ্গুরে বিজেপি-র ধর্না

আজ তৃতীয় দিনে পড়ল সিঙ্গুরে বিজেপি-র কিসান মোর্চার ধর্না। বেলা ১১টায় সেখানে দলীয় বিধায়কদের নিয়ে যাওয়ার কথা শুভেন্দুর। এ ছাড়া ওই কর্মসূচিতে থাকার কথা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

অ্যাশেজ

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার। অ্যাডিলেডে দিন রাতের টেস্ট খেলবে দুই দল। সকাল সাড়ে ৯টা থেকে শুরু সেই টেস্ট।

আইএসএল

আজ আইএসএল-এ বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে মোহনবাগান এটিকে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement