সিএফও চৌবে জানিয়েছেন, ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ছবি: প্রতীকী
রান্নার গ্যাস ফেটে বিস্ফোরণ। মারা গেল ১২ দিনের এক সদ্যোজাত ও এক বালক। রবিবার মাঝরাতে এই ঘটনা হয়েছে নয়ডায়। পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুখ্য দমকল অফিসার (সিএফও) প্রদীপ কুমার চৌবে জানান, শনি-রবিবার রাত ২টো ৫২ মিনিট নাগাদ দমকল দফতরে খবর আসে। তাঁরা জানতে পারেন, নয়ডার আট নম্বর সেক্টরের জেজে বস্তিতে একটি পাকা বাড়িতে আগুন লেগেছে। চৌবে বলেন, ‘‘যেখানে আগুন লেগেছে, সেখান থেকে দমকলের নিকটতম স্টেশন আড়াই কিলোমিটার দূরে। চার মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। সেখানে পৌঁছে দমকর্মীরা দেখেন, পরিবারের ছ’জন সদস্য পুড়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১২ দিনের একটি শিশুকন্যা এবং ১২ বছরের একটি ছেলের মৃত্যু হয়েছে।’’
সিএফও চৌবে জানিয়েছেন, ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে রাখা রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছিল। আহত চার জনকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁদের দিল্লির সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।