COVID-19

Covid Death: রাতে নেই চিকিৎসক! গুয়াহাটি মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ কোভিড রোগীর

মেডিক্যাল কলেজের সুপার অভিজিৎ শর্মা জানিয়েছেন, রোগীদের প্রত্যেকের অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে ছিল। অন্য শারীরিক সমস্যাও ছিল তাঁদের।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ০৯:৫৮
Share:

ঘটনার পরে হাসপাতালে যান অসমের স্বাস্থ্যমন্ত্রী ছবি: টুইটার থেকে।

অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। রোগীদের পরিবারের অভিযোগ, রাতে হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

Advertisement

মেডিক্যাল কলেজের সুপার অভিজিৎ শর্মা জানিয়েছেন, ১২ জনের মধ্যে ন’জন রোগী আইসিইউ-তে ভর্তি ছিলেন। বাকি তিন জন সাধারণ ওয়ার্ডে ছিলেন। প্রত্যেকেরই অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে ছিল। আইসিইউ-তে যে রোগীরা ছিলেন তাঁদের অন্য শারীরিক সমস্যাও ছিল। তাঁদের যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তাঁদের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরেও শরীরে অক্সিজেনের মাত্রা বিশেষ বাড়ানো যায়নি।

গাফিলতির অভিযোগ রোগীদের পরিবারের

অভিজিৎ আরও জানিয়েছেন, মৃতদের কেউই টিকা নেননি। তিনি সবাইকে কোভিড টিকা নেওয়ার আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে শরীর খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

Advertisement

এই ঘটনার পরে অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্ত মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যদিও রোগীদের পরিবারের অভিযোগের বিষয়ে কিছু বলেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement