সপ্তাহের প্রথম দিন। সকাল থেকেই শেয়ার মার্কেট পতনের মুখ দেখছে। বিশেষজ্ঞেরা সবে বলতে শুরু করেছেন, রঘুরাম রাজনই এর কারণ। কিন্তু, বেলা গড়ানোর আগেই বাজার ফের ঊর্ধ্বমুখী। সৌজন্যে মোদী সরকার। কারণ, সোমবার দুপুরেই সরকার জানিয়ে দিল, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রায় সমস্ত আগল খুলে দেওয়া হল। এ দিন মোদীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা করা হয়। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের সরে যাওয়া নিয়ে যখন বিভিন্ন মহল সরব, তখনই সংস্কারের পথে হেঁটে বিতর্ক থেকে মুখ ঘোরাতে চাইল মোদী সরকার। বিশেষজ্ঞদের মতে, ভারতের খোলা বাজার অর্থনীতির ক্ষেত্রে এক টার্নিং পয়েন্ট। এই সংস্কার আসলে দীর্ঘমেয়াদি এক পদক্ষেপ।
দীর্ঘ দিন আটকে থাকার পর এ দিন প্রতিরক্ষা, অসামরিক বিমান পরিষেবা এবং ওষুধ-সহ একগুচ্ছ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হল। এর মধ্যে বেশ কয়েকটিতে আবার ১০০ শতাংশ বিনিয়োগের কথা বলা হয়েছে। আমেরিকা, রাশিয়া-সহ বেশ কিছু দেশ দীর্ঘ দিন ধরেই ভারতের এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল। সম্প্রতি ভারত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি শিথিল করে। প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির দিক থেকে ভারত গোটা বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে। এ দিনের সিদ্ধান্তের পর এই কাজের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর এ দেশেই বিনিয়োগের রাস্তা আরও বেশি খুলে গেল। মোদী সরকারের ধারণা, এর ফলে এ দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ল। এর আগে এই ক্ষেত্রে ৪৯ শতাংশ বিনিয়োগ করা যেত। বণিক মহলের মতে, এর ফলে বিদেশিরা এ দেশে আরও বিনিয়োগে আকৃষ্ট হবে, যা মেক ইন ইন্ডিয়া লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।
আরও খবর
রাজনের পর কে, নজরে অনেক নাম