ফাইল চিত্র।
আজ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের ভোটের ফলাফলের প্রতি মুহূর্তের সব আপটেড সরাসরি জানা যাবে আনন্দবাজার অনলাইনে। ফলে নজর দিকে সে দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
গোয়ায় অভিষেক
আজ গোয়া বিধানসভা নির্বাচনের ফল রয়েছে। সেই কারণে ওই রাজ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ভোটের ফলের উপর সরকার গড়ার রণনীতি তৈরি করতে পারেন তিনি।
ইউক্রেন পরিস্থিতি
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অব্যাহত। ১৩তম দিনে পড়ল যুদ্ধ। রাজধানী কিভ ছাড়িয়ে ইউক্রেনের একাধিক শহরে আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী। এমতাবস্থায় আজ নজর থাকবে ওই যুদ্ধ পরিস্থিতির দিকে।
গ্রাফিক- সনৎ সিংহ।
শিক্ষক নিয়োগ মামলা
নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে তলব করেছিল কলকাতা হাই কোর্ট। তিনি উপস্থিত হতে না পারায় তাঁর চিকিৎসককে ডেকে পাঠিয়েছে আদালত। আজ ওই মামলাটির শুনানির রয়েছে।
আনিস খান হত্যা রহস্য
আজ ছাত্রনেতা আনিস খানের হত্যা মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। আদালতে সিটের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা আজ। সেই রিপোর্ট থেকে কোনও তথ্য উঠে আসে কি না সে দিকে নজর থাকবে।
বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিন
চতুর্থ দিনে পড়ল বিধানসভার বাজেট অধিবেশন। আজ সেখানে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হতে পারে।
তারকাদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে টেলিভিশন তারকাদের একটি অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। বিকেল ৪টে নাগাদ সেটি শুরু হওয়ার কথা।
মহিলা বিশ্বকাপ ক্রিকেট
আজ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে ম্যাচটি শুরু হয়েছে।