আপনার চায়ের কাপ বা কফি মগ আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফি না হলে সকালটা ঠিক জমে ওঠে না। জানেন কি আপনার সকালের সঙ্গী এই ছোট্ট কাপটা আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০০:০০
Share:

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফি না হলে সকালটা ঠিক জমে ওঠে না। জানেন কি আপনার সকালের সঙ্গী এই ছোট্ট কাপটা আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে?

Advertisement

বাস্তুশাস্ত্র অনুযায়ী আমরা যে সব জিনিস রোজ ব্যবহার করি, তা আমাদের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। তাঁর মধ্যে একটা কাপ বা কফি মগ। আপনার কফি মগ দেখে কিছুটা হলেও আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেওয়া যায়। জেনে নিন কী ভাবে—

কার্টুন প্রিন্ট

Advertisement

যদি আপনি কার্টুন প্রিন্টের কাপ বা মগ পছন্দ করেন, তা হলে জানতে হবে আপনি সব সময় হাসি ঠাট্টা আনন্দ নিয়ে থাকতে ভালবাসেন। দিনটা আনন্দের সঙ্গে শুরু করতে চান।

ফুলের ছবি আঁকা

যদি ফুলের ছাপ দেওয়া কাপ বা মগ পছন্দ করেন, তা হলে বাস্তু বলছে, আপনার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছে বেশ জনপ্রিয়।

সাদা সাধারণ কাপ

যদি সাদা সাধারণ কাপ পছন্দ করেন, তা হলে জানতে হবে যে, আপনি খুব সাধারণ ভাবে থাকতেই বেশি পছন্দ করেন। যে ভাবে দিন চলছে, সে ভাবেই দিন কাটিয়ে দিতে বিশ্বাসী। তবে সব বিষয়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন।

কিছু লেখা কফি মগ

কিছু লেখা কফি মগ যদি পছন্দের হয়, তা হলে জানতে হবে যে, ছোট্ট কোনও বার্তার গুরুত্ব আপনার কাছে অপরিসীম। আপনি সবাইকে নিয়ে বাঁচতে চান। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর রাখতে হলুদ বা গোলাপি রঙের কাপ ব্যবহার করুন।

জ্যামিতিক প্রিন্ট

যে কোনও জ্যামিতিক প্রিন্ট যদি পছন্দের হয়, তা হলে জানতে হবে আপনি খুব বাস্তববাদী প্রকৃতির। যে কাজই করবেন, তা বহু দিন ধরে পরিকল্পিত ভাবে করতে ভালবাসেন। তবে এই ধরনের কাপ বেশি ব্যবহার না করাই ভাল।

আরও পড়ুন: বাড়িতে এই গাছ লাগান, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার (প্রথম পর্ব)

কালো রঙের কাপ

কালো রঙের কাপ ব্যবহার করে দিন শুরু করা খুব একটা শুভ সঙ্কেত দেয় না। কালো রং আপনার পছন্দের হতেই পারে, তবে এ ক্ষেত্রে ব্যবহার না করাই শ্রেয়। কালো রঙের কাপ আপনাকে পজিটিভ কোনও ভাবনা থেকে সরিয়ে রাখবে। দিন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে কালো কাপ।

ভাঙা কফি মগ

হালকা চির ধরেছে তাও সেই মগটাই ব্যবহার করে যাচ্ছেন? এতে নিজের সমস্যা নিজেই ডেকে আনছেন। সমস্যা কাটাতে নতুন মগ ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement