এটিএম-এর পিন কোড যে দিন থেকে পেলেন, সে দিনের পর থেকে যত দিন এই পিনকোড আপনি ধরে রাখবেন, তত দিন পর্যন্ত আপনার ভবিষ্যৎ আর্থিক চিত্রের আভাস পেয়ে যাবেন। এটা পাওয়া সম্ভব আপনার পিন কোডে যে চারটি সংখ্যা থাকে তার যোগফল থেকে।
মনে করুন, কোনও জাতকের পিন কোডের চারটি সংখ্যা ৯৪১৬। এ বার এই পিনকোডের সংখ্যাগুলিকে যোগ করুন।
৯৪১৬= ৯+৪+১+৬= ২০= ২+০= ২, অর্থাৎ এই জাতকের পিন কোডের যোগফল ২। নীচে ২ এর আর্থিক অবস্থার কথা উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন পিন কোডের যোগফলগুলি আর্থিক তাৎপর্য উল্লেখ করা হল:
যাঁদের পিন কোডের সংখ্যাগুলির যোগফল ১: পিন কোড পাওয়ার পর, যোগ করে ১ পেলে তাঁরা খুবই ভাগ্যবান। আপনারা এখন থেকে যা-ই করুন না কেন বিশেষ করে আয়ের দিক থেকে, তাতে লাভবান হবেন। কোনও নতুন আর্থিক পরিকল্পনা আরম্ভ করার পক্ষে এই পিন নম্বর আপনাকে এগিয়ে যেতে বলছে।
এই পিন কোড যখন আসে, সেই সময়ে কোনও ঋণ নিতে হবে না আপনাকে, কারণ নানা ভাবে এই সময় আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক তেজী থাকবে। একই ভাবে, যাঁরা ব্যবসা করেন, তাঁদের ব্যবসায় মন্দা থাকলে এই সময় থেকে পুরোপুরি কেটে যাবে। ব্যবসায়ে এই সময়ে বিনিয়োগ করলে তা দ্বিগুণ বা তিন গুণ হয়ে ফিরে আসে।
আরও পড়ুন: আপনার মানিকোড জেনে নিন (তৃতীয় অংশ)
এই ১ পিন কোড থেকে বোঝায় আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি স্বাধীন ভাবে করতে ভালবাসেন। আপনার ব্যবসা বড় হলে আপনার অধীনস্ত কর্মচারীরা আপনাকে নিয়ে খুব গর্ব অনুভব করেন, কারন আপনি তাঁদের অভাব অভিযোগগুলির প্রতি সহানুভূতিশীল। তবে এই সময়ে পার্টনারশিপ ব্যবসায়ে না যাওয়াই ভাল।
যাঁদের পিন কোডের সংখ্যাগুলির যোগফল ২: আপনি যখন পিন কোড পেলেন, সেই সংখ্যাগুলি যোগ করে দেখলেন ২ এল, এর অর্থ কিন্তু মোটেই ভাল নয়। ২ মানে হতাশা, ব্যর্থতা ও দুর্দশাগ্রস্থ আর্থিক অবস্থা।
যে মুহূর্তে আপনি পিন কোড থেকে ২ পেলেন, তার পর যত দিন এই পিন কোড আপনার অধীনে থাকবে, তত দিন আপনি যদি ব্যবসা করেন, তা হলে সেই ব্যবসায় সে রকম কোনও উন্নতি হবে না। ক্ষেত্র বিশেষে আপনি ক্ষতির সম্মুখিন হয়ে ঋণে জড়িয়ে পড়তে পারেন।
আপনি যদি চাকরি করেন, তবে এই পিন কোড পাওয়ার পর হঠাৎ করে সংসারের খরচ এমন বেড়ে যাবে যে, আপনি হিমসিম খাবেন। এমনকি আপনার বহু দিনের জমানো অর্থ শেষ হয়ে যেতে পারে এই সময়।
এই সময়ে নতুন কোনও চাকরির যোগাযোগ এলে তা নষ্ট হয়ে যাবে। এই সময়ে বিলাসিতার জন্য প্রচুর খরচ হতে পারে। তাই উচিত হচ্ছে, এই সময়ে আপনি কোনও ধার নেবেন না বা দেবেন না। দিলে তা ফেরত পাওয়া বেশ কষ্টকর হবে।
যাঁদের পিন কোডের সংখ্যাগুলির যোগফল ৩: আপনার পিনকোডের নম্বরগুলির যোগফল ৩ হলে নিশ্চিত ভাবে আপনি অর্থের দিক থেকে শুভ সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছেন। ৩ আয়ের পক্ষে বিশেষ শুভ সংখ্যা, এই নিয়ে সংখ্যাতত্ত্বে কোনও দ্বিমত নেই।
৩ আসা মানে খুব সহজে আয় হবে, নিশ্চিত করে বলা যায়। এই সংখ্যা প্রাচুর্যের সংখ্যা। নিরবচ্ছিন্ন ভাবে অর্থ আসবে তার ইঙ্গিত দিয়ে থাকে। এই সংখ্যা দারিদ্র প্রতিরোধী।
এই সময়ে আপনার কোনও ঋণ নেওয়া থাকলে তা স্বাভাবিক নিয়মেই শোধ হয়ে যাবে। আর যত দিন এই তিন পিন কোড থাকবে তত দিন আপনি যে কাজই করুন না কেন, আপনাকে ঋণ করতে হবে না।
আপনার যতটা খরচ করার দরকার, ততটা খরচের অর্থ সব সময় পেয়ে যাবেন। তবে জমানোর দিক থেকে তত শুভ সংখ্যা তিন নয়। এই সময় প্রচুর টাকা জমে উঠবে সে কথা তিন কখনও বলে না।