ভূতচতুর্দশীতে কেন ১৪ প্রদীপ জ্বালানো হয় এবং এই দিনের বিশেষ কিছু ফলদায়ী নিয়ম

বাঙালির উৎসবের শেষ নেই। এই উৎসবের ধরন একেক ক্ষেত্রে একেক রকম। প্রত্যকেটা উৎসবের রীতি হয় ভিন্ন। ঠিক সে রকমই একটি রীতি হল ভূতচতুর্দশী। এটি কালীপুজোর আগের দিন পালন করা হয়। ভূতচতুর্দশীর দিন বিশেষ একটি রীতি হল বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানো। অনেকেরই মনে প্রশ্ন ওঠে কেন জ্বালানো হয় এই ১৪টি প্রদীপ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০০:১০
Share:

বাঙালির উৎসবের শেষ নেই। এই উৎসবের ধরন একেক ক্ষেত্রে একেক রকম। প্রত্যকেটা উৎসবের রীতি হয় ভিন্ন। ঠিক সে রকমই একটি রীতি হল ভূতচতুর্দশী। এটি কালীপুজোর আগের দিন পালন করা হয়। ভূতচতুর্দশীর দিন বিশেষ একটি রীতি হল বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানো। অনেকেরই মনে প্রশ্ন ওঠে কেন জ্বালানো হয় এই ১৪টি প্রদীপ।

Advertisement

দেখে নেওয়া যাক ১৪টি প্রদীপ জ্বালানোর বিশেষ কারণ—

এটি কার্তিক মাসের শেষ চতুর্দশীতে পালন করা হয়। মনে করা হয়, এই দিন বাড়িতে নানা অশুভ শক্তি অর্থাৎ প্রেত শক্তির প্রবেশ ঘটে। এই প্রেত শক্তিদের তাড়ানোর উদ্দেশে বাড়িতে জ্বালানো হয় ১৪টি প্রদীপ।

Advertisement

কেন ঠিক ১৪টি প্রদীপই জ্বালানো হয়?

এর বিশেষ কারণ হল, যে হেতু চতুর্দশীর দিন এই রীতি পালন করা হয় তাই ১৪ সংখ্যাটিকে এতটা গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া এর অপর একটি কারণ হল, মনে করা হয় এই দিন বাড়িতে বংশের পুর্বপুরুষরা আসেন তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের আশির্বাদ প্রদান করতে। তাই বংশের ১৪ পুরুষের উদ্দেশে ১৪টি প্রদীপ জ্বালানো হয়।

আরও পড়ুন: শ্রী শ্রী শ্যামাপূজা ও অলক্ষ্মীপূজার সময়সূচি

এই দিনের বিশেষ কিছু ফলদায়ী নিয়ম

১) এই দিন সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত ভাল।

২) এই দিন বাড়িতে কুবেরের পুজো করা খুবই শুভ।

৩) এই দিন অবশ্যই প্রতিটি ঘরের কোণে প্রদীপ জ্বালতে হবে।

৪) এই দিন সন্ধ্যাবেলা কৃষ্ণের পুজো করলে বিশেষ শুভ ফল লাভ করা যায়।

৫) এই দিন মাটির প্রদীপ দান করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement