মেয়েদের ডান হাত দেখতে হবে না বাঁ হাত? ভারতীয় প্রাচীন সংস্কার হল, পুরুষের ডান হাত ও মেয়েদের বাঁ হাত দেখা উচিত, কারণ তাদের বলা হয় বামা। স্বামীর বাঁ দিকে অবস্থান করে সব সময়।
কিন্তু গভীর তত্ত্ব ও তথ্য অনুসন্ধানী পাশ্চাত্য বিজ্ঞানীরা বলেছেন এটা ভুল। হাতের রেখার সঙ্গে স্নায়ুর সম্পর্ক। যারা বাঁ হাত বেশি ব্যবহার করে, সে পুরুষ বা নারী যেই হোক তার বাঁ হাতের রেখা হবে ফলপ্রদ। আবার অধিকাংশ মেয়েই ডান হাত হাত দিয়েই কাজ কর্ম বেশি করে। তাই তাদের বক্তপ্রবাহ ডান হাতেই বেশি হয়। কিন্তু অধিকাংশ নারীর দেখা যায় বাম বাহু, ডান বাহুর থেকে পুষ্ট বাম স্তন ডান স্তনের থেকে পুষ্ট।
এই বিষয়ে বাইবেলে লেখা আছে, মেয়েদের আয়ুরেখা দেখবে ডান হাতে এবং যশ দেখবে তার বাম হাতে।
বিখ্যাত হস্তরেখাবিদ বেনহ্যাম বলছেন, দু’টি করতলেরই রেখা, গঠন ও চিহ্ন বা তিল থেকে ফল পাওয়া যায়।
আরও পড়ুন: বিয়েতে বাধা? বিলম্ব? গ্রহের কোন অবস্থায় হয় জানেন?
আবার কিরো বলছেন, পূর্বজন্মের যা কর্মফল ভোগ হওয়ার কথা বা সংস্কার তা হল বাম হাত। কর্ম করার ফলে তার মধ্যে পরিবর্তন হয়ে যা দাঁড়াবে তা হলো ডান হাত। তাই এই ডান হাতের রেখা দ্রুত পাল্টাতে পারে বর্তমান কর্ম অনুযায়ী। কিন্তু বাম হাতের রেখা তত দ্রুত পাল্টায় না বা পাল্টাতে পারে না। সেটা স্থায়ী প্রাচীন ফলের নথি মাত্র। তাই কিরোর মত মানলে, নারী-পুরুষ সবারই দু’টি হাত দেখেই বিচার করতে হবে।