রাশি অনুযায়ী লক্ষ্মীর কোন স্বরূপ উপাসনা করবেন

দেবী লক্ষ্মীর অনেক স্বরূপ। মানুষের প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী কার কোন লক্ষ্মীর স্বরূপ আরাধনা করা উচিত তাই নিয়ে আলোচনা করা হল।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ২১:২৭
Share:

দেবী লক্ষ্মীর অনেক স্বরূপ। মানুষের প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী কার কোন লক্ষ্মীর স্বরূপ আরাধনা করা উচিত তাই নিয়ে আলোচনা করা হল।

Advertisement

মেষ রাশি- আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে লক্ষ্মীদেবীর “রমা” স্বরূপ আরাধনা করা মঙ্গলজনক।

বৃষ রাশি- আপনার জন্মছকে বৃষ রাশি লেখা থাকলে, আপনার পক্ষে মঙ্গল হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “মোহিনী” স্বরুপ উপাসনা করেন।

Advertisement

মিথুন রাশি- আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন, তা হলে আপনারা দেবীর “পদ্মাক্ষী” স্বরূপকে পূজা করা উচিত।

কর্কট রাশি- আপনার যদি কর্কট রাশির অধিকারে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে ভাল হবে আপনি যদি শ্রীশ্রীলক্ষ্মীদেবীর “কমলা” স্বরূপ পূজা করেন।

সিংহ রাশিঃ-আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তা হলে লক্ষ্মী দেবীর “ক্রান্তিমতি” স্বরূপকে আরাধনা করা সঠিক হবে।

কন্যা রাশি- কন্যা রাশির জাতক/জাতিকারা যদি লক্ষ্মীদেবীর “অপরাজিতা” স্বরূপকে আরাধনা করেন, তা হলে তার থেকে আপনি শুভফল পাবেন।

তুলা রাশি- আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে মঙ্গল হবে, আপনি যদি লক্ষ্মীদেবীর “পদ্মাবতী” স্বরূপকে উপাসনা করে চলেন।

বৃশ্চিক রাশি- আপনার জন্মরাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, তা হলে আপনার প্রকৃতি অনুযায়ী লক্ষ্মীদেবীর “রাধা” স্বরূপকে আরাধনা করা মঙ্গলজনক হবে।

ধনু রাশি- যে কোনও ধনু রাশির জাতক/জাতিকার পক্ষে লক্ষ্মীদেবীর “বিশালাক্ষী” স্বরূপকে উপাসনা করা ভাল।

মকর রাশি- আপনার জন্মরাশি যদি মকর হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে উপকারী হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “লক্ষ্মীস্বরূপ” ধরে উপাসনা করে চলেন।

কুম্ভ রাশি- আপনার কুম্ভ রাশির অধীনে জন্ম হলে আপনার পক্ষে শুভ হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “রুক্মিণী” স্বরূপকে আরাধনা করেন।

মীন রাশি- আপনার জন্ম রাশি মীন হলে আপনি যদি লক্ষ্মীদেবীর “বিলক্ষণা” স্বরূপকে পূজা করে চলেন, সেটাই আপনার প্রকৃতির পক্ষে কল্যাণকর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement