দেবী লক্ষ্মীর অনেক স্বরূপ। মানুষের প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী কার কোন লক্ষ্মীর স্বরূপ আরাধনা করা উচিত তাই নিয়ে আলোচনা করা হল।
মেষ রাশি- আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে লক্ষ্মীদেবীর “রমা” স্বরূপ আরাধনা করা মঙ্গলজনক।
বৃষ রাশি- আপনার জন্মছকে বৃষ রাশি লেখা থাকলে, আপনার পক্ষে মঙ্গল হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “মোহিনী” স্বরুপ উপাসনা করেন।
মিথুন রাশি- আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন, তা হলে আপনারা দেবীর “পদ্মাক্ষী” স্বরূপকে পূজা করা উচিত।
কর্কট রাশি- আপনার যদি কর্কট রাশির অধিকারে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে ভাল হবে আপনি যদি শ্রীশ্রীলক্ষ্মীদেবীর “কমলা” স্বরূপ পূজা করেন।
সিংহ রাশিঃ-আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তা হলে লক্ষ্মী দেবীর “ক্রান্তিমতি” স্বরূপকে আরাধনা করা সঠিক হবে।
কন্যা রাশি- কন্যা রাশির জাতক/জাতিকারা যদি লক্ষ্মীদেবীর “অপরাজিতা” স্বরূপকে আরাধনা করেন, তা হলে তার থেকে আপনি শুভফল পাবেন।
তুলা রাশি- আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে মঙ্গল হবে, আপনি যদি লক্ষ্মীদেবীর “পদ্মাবতী” স্বরূপকে উপাসনা করে চলেন।
বৃশ্চিক রাশি- আপনার জন্মরাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, তা হলে আপনার প্রকৃতি অনুযায়ী লক্ষ্মীদেবীর “রাধা” স্বরূপকে আরাধনা করা মঙ্গলজনক হবে।
ধনু রাশি- যে কোনও ধনু রাশির জাতক/জাতিকার পক্ষে লক্ষ্মীদেবীর “বিশালাক্ষী” স্বরূপকে উপাসনা করা ভাল।
মকর রাশি- আপনার জন্মরাশি যদি মকর হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে উপকারী হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “লক্ষ্মীস্বরূপ” ধরে উপাসনা করে চলেন।
কুম্ভ রাশি- আপনার কুম্ভ রাশির অধীনে জন্ম হলে আপনার পক্ষে শুভ হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “রুক্মিণী” স্বরূপকে আরাধনা করেন।
মীন রাশি- আপনার জন্ম রাশি মীন হলে আপনি যদি লক্ষ্মীদেবীর “বিলক্ষণা” স্বরূপকে পূজা করে চলেন, সেটাই আপনার প্রকৃতির পক্ষে কল্যাণকর হবে।