Astrological Tips

আপনার বাড়িতে ফ্রিজ কোথায় রাখা? জেনে নিন কোন কোণে থাকলে সংসারের অমঙ্গল হতে পারে

রেফ্রিজারেটর থেকে সারা ক্ষণ এক ধরনের কম্পন বার হয়। তাই বাস্তু মত মেনে ঘরের সঠিক কোণে রেফ্রিজারেটর রাখা উচিত

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৮:১১
Share:

—প্রতীকী ছবি।

রান্নাঘরে রেফ্রিজারেটার একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের খাদ্য সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে এই রেফ্রিজারেটর। বাস্তুর সঠিক নিয়ম মেনে ঘরে রেফ্রিজারেটর রাখা খুব জরুরি। কারণ, রেফ্রিজারেটর থেকে সারা ক্ষণ একটা কম্পন বার হয়। দেখে নিই ঘরের ঠিক কোন দিকে রেফ্রিজারেটর রাখা উচিত বা উচিত নয়।

Advertisement

ঘরের কোন দিকে রেফ্রিজারেটর রাখা একদমই উচিত নয়

১। ঘড়ের ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে ফ্রিজ রাখা একদমই উচিত নয়।

Advertisement

২। তা ছাড়া পূর্ব দিকেও রেফ্রিজারেটর একদমই রাখতে নেই। এতে গৃহের মানুষরা কোনও না কোনও দিকে থেকে ক্ষতি গ্রস্থ হতে পারে।

ঘড়ের দিক অনুযায়ী কোন কোনে কী রঙের ফ্রিজ রাখা উচিত বা উচিত নয়

১। উত্তর দিকে – উত্তর দিকে লাল রঙের ফ্রিজ রাখবেন না, এতে গৃহে যাঁরা কেরিয়ার গড়ার চেষ্টায় আছেন, তাঁদের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। ব্যবসায় উন্নতি বন্ধ হয়ে যাবে। সন্তানরা সাফল্য পাবে না।

কোন রং রাখবেন – নীল, ধূসর বা সিলভার।

২। দক্ষিণ দিকে – দক্ষিণ দিকে নীল, সিলভার এবং গ্রে কালারের ফ্রিজ রাখবেন না। যদি দক্ষিণ দিকে এই রঙের ফ্রিজ রাখেন তা হলে সংসারে আর্থিক উন্নতি হওয়া বন্ধ হয়ে যেতে পারে। শরীরে বেশি পরিমাণে রক্তপাত বা সার্জারি হওয়ার সম্ভবনা থাকে। মান সম্মান নিয়ে টানাপড়েন হতে পারে।

কোন রঙের রাখবেন – মেরুন বা কালো।

—প্রতীকী ছবি।

৩। দক্ষিণ-পশ্চিম – দক্ষিণ-পশ্চিম কোণে লাল বা সবুজ রঙের ফ্রিজ রাখবেন না। এতে সন্তানদের বিদ্যায় ক্ষতি হতে পারে, জমানো সঞ্চয় নষ্ট হয়ে যেতে পারে।

কোন রঙের রাখবেন – ধূসর বা সিলভার।

৪। উত্তর-পশ্চিম – উত্তর-পশ্চিম দিকে সবুজ রঙের রেফ্রিজারেটর রাখবেন না। এতে ধীরে ধীরে অবসাদ হওয়া শুরু হতে পারে। এই দিকে ফ্রিজ রাখলে মস্তিস্ক জনিত কোনও রোগ সৃষ্টি হতে পারে।

কোন রং রাখবেন – লাল বা হলুদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement