প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু প্রতীক আছে। যা কিছু সত্য তাকে সব সময় প্রকাশ করা যায় না। প্রতীক সেই সত্যকে প্রকাশ করে যাকে অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না। পরম সত্যকে কখনও ইন্দ্রিয় দ্বারা ব্যাখ্যা করা যায় না, তাকে অনুভব করতে হয়। সনাতন ধর্ম প্রতীকের মধ্য দিয়ে দৈবীসত্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। সনাতন ধর্মে দু’রকমের প্রতীক আছে- শব্দ প্রতীক ও সাকার প্রতীক।
এখন দেখে নেওয়া যাক সাকার প্রতীক ‘ঘট’ কী:
ঘট: পুজোর সময় ঘট স্থাপন করা হয়। ঘট মঙ্গলের চিহ্ন। যে কোনও পুজো, মাঙ্গলিক অনুষ্ঠান, গৃহপ্রবেশ ইত্যাদি অনুষ্ঠানে ঘট স্থাপন করা হয়। ঘটের মধ্যে আম্রপল্লব, বেলপাতা, ফুল ইত্যাদি দিয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পুজো হয়। বেলপাতা হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। মানবজীবনকে ঘটের সঙ্গে তুলনা করা হয়। তাতে থাকে জল। জল হল জীবনের প্রতীক। প্রাণহীন শরীর যেমন মূল্যহীন, তেমনই জলবিহীন ঘটও মূল্যহীন।
আরও পড়ুন: ‘ওঁ’ কথার অর্থ কী