অনেকে আছেন যাঁরা নিজেদের জন্ম তারিখ ও সময় জানেন না। এর ফলে তাঁদের বিষয়ে কিছু বলাটা কিছু ক্ষেত্রে সমস্যার হয়ে দাঁড়ায়। এঁদের ক্ষেত্রে কিছু টোটকার মাধ্যমে পেশায় উন্নতি ঘটানো সম্ভব। দেখে নেওয়া যাক কর্ম (চাকরি অথবা ব্যবসা) জীবনে শান্তিলাভ পেতে আপনার কী করা উচিত:
চাকরিতে প্রমোশন
অনেকে আছেন, যাঁরা নিজের কর্মক্ষেত্রে খুবই দায়িত্ব সহকারে কাজ করার পরেও বিশেষ পদোন্নতি পান না। তার জন্য কী করবেন?
১। ডান হাতের অনামিকায় বার্মিজ চুনি ৪/৬ রতি ধারণ করবেন।
২। প্রতি দিন তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে উৎসর্গ করে প্রণাম করবেন।
চিকিত্সা
যাঁরা ভাল চিকিত্সক হওয়া সত্ত্বেও পেশায় সে রকম সুবিধা পাচ্ছেন না, তাঁরা কী করবেন?
১। ডান হাতের অনামিকাতে বার্মিজ চুনী ৪/৬ রতি ধারণ করবেন।
২। ডান হাতের কনিষ্ঠায় পান্না ৫/৬ রতি ধারণ করবেন।
ওকালতি
যাঁরা ওকালতি পেশায় কোনও রকম সুবিধা করতে পারছেন না, তাঁরা কী করবেন?
১। ডান হাতের কনিষ্ঠায় ৬/৭ রতি পান্না ধারণ করবেন।
২। প্রতি বুধবারে কলাগাছে জল দেবেন। সঙ্গে প্রতি বুধবারে সবুজ সুতো কব্জিতে ধারণ করবেন।
আরও পড়ুন: ঘরের দেওয়ালে সঠিক রঙের পর্দা ব্যবহার করলে দূর হবে নেগেটিভ শক্তি
খাদ্যদ্রব্য ব্যবসায়ী
যে সকল ব্যাক্তি খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, যেমন মুদিখানা, বেকারি প্রভৃতি, কিন্তু ব্যবসায়ে বিশেষ উন্নতি হচ্ছে না, তাঁরা কী করবেন?
১। ডান হাতের তর্জনীতে পীত পোখরাজ ৪/৫ রতি অথবা গোল্ডেন টোপাজ ১৫/১৬ রতি ধারণ করবেন।
২। প্রতি বৃহস্পতিবারে কলাগাছে জল দেবেন এবং গুড় ও ছোলা বাদামি রঙের গরুকে খাওয়াবেন।
বস্ত্র ব্যবসায়ী
যে সব ব্যাক্তি বিভিন্ন বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, অথচ ব্যবসায়ে বিশেষ উন্নতি করতে পারছেন না তাঁরা কী করবেন?
১। যদি পোষাক বিক্রতা হন, তবে ডান হাতের তর্জনীতে ৪-৬ রতি পীত পোখরাজ ধারণ করবেন। অথবা গোল্ডেন টোপাজ ১৫/১৬ রতি ধারণ করবেন।
২। যদি পুরুষ/ মহিলাদের পোশাকের রেডিমেড ব্যবসায়ী হন, তবে হলুদ জারকন ৫/৬ রতি মাধ্যমায় ধারণীয়।
৩। যদি সূতা বা থান ব্যবসায়ী হন, তবে ডান তর্জনীতে ৪/৫ রতি পীত পোখরাজ অথবা ১৫/১৬ রতি গোল্ডেন টোপাজের সঙ্গে ১০/১২ রতি মুক্তা বিশেষ ফলদায়ক।