প্রতীকী চিত্র।
মনের ইচ্ছা পূরণ করতে আমরা কত কী করি। কখনও সে সব ইচ্ছা পূরণ হয় আবার কখনও হয় না। যখন ইচ্ছা পূরণ হয় না তখন আমাদের মন ভেঙে যায়। সে ক্ষেত্রে একটি টোটকা রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে অত্যন্ত শুভ ফল লাভ করা যাবে।
টোটকা
এই টোটকাটি করতে লাগবে সামান্য গঙ্গাজল, একটা গোঁটা নিখুঁত পান এবং কিছুটা সিঁদুর। টোটকাটি করতে হবে যে কোনও শনিবার বা মঙ্গলবার। এ ছাড়া পূর্ণিমা এবং অমাবস্যাতেও করা যাবে।
গঙ্গাজল যদি না পাওয়া যায় তা হলে যে কোনো নদীর জল ব্যবহার করা যেতে পারে। তবে পুকুরের জল ব্যবহার করা যাবে না।
যে পানপাতাটি নেওয়া হবে তা যেন একেবারে নিখুঁত হয়। পানটি বাজার থেকে কেনার সময় দরাদরি করা যাবে না, যা দাম চাইবে তা এক কথায় দিয়ে দিতে হবে।
টোটকাটি করার নিয়ম—
প্রথমে পানটিকে গঙ্গাজলে ভাল করে ধুয়ে নিতে হবে। তার পর শুকনো কাপড় দিয়ে মুছে তার ওপর সিঁদুর দিয়ে নিজের মনের ইচ্ছা লিখতে হবে এবং কোনও নদীতে পাতাটি ভাসিয়ে দিতে হবে। পানটি যখন ভাসানো হবে তখন ডাঙা থেকে একটু জলে নামতে হবে। এই ক্রিয়াটি করার সময় যেন কেউ না দেখতে পায় সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পানটি যখন নদীতে ভাসানো হয়ে যাবে তখন সোজা বাড়িতে আসতে হবে। অন্য কোথাও যাওয়া যাবে না। এই কাজটি শুদ্ধ বস্ত্র পরে করতে হবে। এই ক্রিয়াটি সঠিক ভাবে করলে মনের যে কোনও ইচ্ছা পূরণ হতে পারে।