অক্ষয়তৃতীয়ার দিন এই টোটকা করলে অর্থ আসবে চুম্বকের মতো

অক্ষয়তৃতীয়ার দিন পয়লা বৈশাখের মতোই অনেকে নতুন ব্যবসা, নতুন ঘর বাড়ি বা যে কোনও শুভ কাজ সম্পন্ন করতে চান। এই দিন যদি মা লক্ষ্মী বা গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করা যায়, তা হলে তাঁদের কৃপা সারা বছর লাভ করা যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ০০:০০
Share:

অক্ষয়তৃতীয়ার দিন পয়লা বৈশাখের মতোই অনেকে নতুন ব্যবসা, নতুন ঘর বাড়ি বা যে কোনও শুভ কাজ সম্পন্ন করতে চান। এই দিন যদি মা লক্ষ্মী বা গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করা যায়, তা হলে তাঁদের কৃপা সারা বছর লাভ করা যায়।

Advertisement

আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক। সংসারে কখনও যেন অভাব অনটন না আসে। জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য করুন এই সহজ কয়েকটি উপায় করুন। এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তাই অক্ষয়তৃতীয়ার দিন এই সহজ কাজগুলি করে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় করুন।

দেখে নিন কী সেই সহজ উপায়গুলি-

Advertisement

• মাতা লক্ষ্মী দেবীর কৃপা পেতে হলে অক্ষয়তৃতীয়ার দিন রুপো দিয়ে তৈরি একটি কচ্ছপের মুর্তি বাড়িতে কিনে আনুন এবং সেই কচ্ছপের মুর্তিটি ঘরের মা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করুন। এ ছাড়া কচ্ছপের মূর্তির আংটিও পরা যেতে পারে। এই আংটি তর্জনী বা মধ্যমায় দুধ ও গঙ্গা জলে ধুয়ে শোধন করে পরতে হবে।

• অক্ষয়তৃতীয়ার দিন তিন ধাতুর আংটি, (যেমন সোনা, রুপো ও তামা) এই ধরনের আংটি ধারণ করা খুব শুভ হয়।

আরও পড়ুন: ১৪২৬ সনের অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট ও সময়সূচি

• অক্ষয়তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রুপোর কিছু কিনে আনুন এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন। দেখবেন ভাগ্য সহায় থাকবে সারা বছর।

• অক্ষয়তৃতীয়ার দিন ভোর বেলা, অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্য মতো দান করুন। শাস্ত্রমতে এই দিন গরিবৃ-দুঃখীকে দান করলে তাঁর সুখ সমৃদ্ধি অক্ষয় হয়।

• অক্ষয়তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনও মন্দিরে বা ব্রাহ্মনকে দান করলে বাড়িতে আয় বৃদ্ধি হবে।

• অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে, তা হলে তাঁর পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তাঁর পায়ের কাছে একটি ছোট চন্দন কাঠের টুকরো রেখে দিন। এতে তাঁর কৃপা লাভ করতে পারবেন। আর যেখানে বিষ্ণুর কৃপা, সেখানেই মা লক্ষ্মীর সমাবেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement