আমাদের রাশিচক্রের সমস্ত গ্রহ এবং নক্ষত্র ১২টি ঘরে যথাক্রমে অবস্থান করে। প্রতিটি রাশির স্বামী ভিন্ন ও তারা আমাদের চরিত্র বা জীবনের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে। এই গ্রহ ও নক্ষত্রগুলি বছরের বিভিন্ন সময় তাদের অবস্থানের ওপর নির্ভর করে আমাদের জীবন ও কর্মকে প্রভাবিত করে। আগামী ২০২০ সালেও এই গ্রহ নক্ষত্রগুলি আপনার রাশিচক্রে তাদের অবস্থান অনুসারে আপনার জীবন ও কর্মকে প্রভাবিত করবে। এর ভাল প্রভাবের সঙ্গে খারাপ প্রভাবও রয়েছে। তাই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আসুন জেনে নেওয়া যাক আপনার রাশি অনুসারে চমৎকারী কিছু উপায়:
তুলা রাশি:
১। শুক্রবারে টক জাতীয় খাবার না খাওয়াই ভাল।
২। নিজেকে ও ঘরবাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সুগন্ধী ব্যাবহার করুন।
৩। অনেক পুরনো, ছেঁড়াফাটা জামাকাপড় না পরাই ভাল।
৪। গরিবদের সাদা বস্ত্র দান করুন। দুটো সাদা মুক্তো নিন। একটিকে শুক্লপক্ষের যে কোনও শুক্রবারে বহমান নদীর জলে ভাসিয়ে দিন ও অপরটি নিজের কাছে রেখে দিন।
বৃশ্চিক রাশি:
১। বিনামূল্যে কারও কাছ থেকে কোনও উপহার নেওয়া উচিত নয়। লাল বা গোলাপি চাদরে ঘুমোন।
২। হাত ও দাঁত সর্বদাই পরিষ্কার রাখুন। নেশা থেকে দূরে থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।
৩। জন্মদিনে ছোটদের মিষ্টি বিতরণ করুন। বিধবাদের সেবা করুন। বড়দের সম্মান করুন।
৪। সাদা রঙের সুরমা চোখে লাগান। রাতে ঘুমোনোর সময় তামার গ্লাসে জল ভরে মাথার কাছে রেখে দিন ও সকালে ঘুম থেকে উঠে সেই জল যে কোনও কাঁটাযুক্ত গাছে ঢেলে দিন।
আরও পড়ুন: আপনার রাশি অনুসারে ২০২০ সালে কী কী করা উচিত (প্রথম পর্ব)
ধনু রাশি:
১। আপনার আচরণ শুদ্ধ রাখতে হবে। হলুদ রুমাল ব্যাবহার করুন।
২। শুকনো হলুদের গাঁট ঘরে রাখুন।
৩। বাড়ির উত্তরে বট গাছ লাগান। পশ্চিম বা উত্তরমুখী দোকান/অফিস আপনার জন্য শুভ।
৪। বিষ্ণু পুজো করুন।
মকর রাশি:
১। কালো বস্ত্র, লোহা, সরিষার তেল ইত্যাদি দান করুন।
২। কাক ও পিঁপড়েকে নিয়মিত খেতে দিন। দক্ষিণা-সহ কালো কম্বল দান করুন।
৩। অক্ষমদের সাহায্য করুন।
৪। লগ্নে শনি থাকলে কখনওই তামা বা তামার তৈরি কোনও কিছু দান করা ঠিক নয়। আর অষ্টমে শনি থাকলে ধর্মশালা বা দোকান নেওয়ার আগে পুরো জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে অনেক নিয়ম করে তারপর নিতে হবে।
কুম্ভ রাশি:
১। তিল, লোহা ও চামড়ার জুতো দান করুন।
২। কাক ও কুকুরকে নিয়মিত মিষ্টি বিস্কুট খেতে দিন। আটা আর চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন।
৩। সরিষার তেল দান করুন।
৪। অঙ্গহীনদের সেবা করুন।
মীন রাশি:
১। বট গাছের গোড়ায় নিয়মিত জল দিন।
২। নিয়মিত ভাবে মাছকে আটার চারা দেওয়া শুভ ফল দায়ক।
৩। স্বর্ণ হারানো শুভ নয়। সদা সত্য বলুন।
৪। বিষ্ণু দেবতার পূজা করুন।