ফাইল চিত্র।
‘ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে।
বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।’
বিদ্যা, জ্ঞান, সঙ্গীতের দেবী সরস্বতী। শ্বেত পদ্মে উপবেশিত এক হস্তে পুস্তক, অন্য হস্তে বীণা। হাতে বীণা থাকার কারণে দেবী বীণাপাণি।
বৈদিক যুগে অবশ্য দেবীর চার বাহুর উল্লেখ পাওয়া যায়। হস্তে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। পুস্তক বিদ্যা, জপমালা জ্ঞান, জলের পাত্র সৃষ্টি এবং বীণা সঙ্গীতের প্রতীক। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবীর, আমের মুকুল, যবের শীষ, দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পূজার রীতি।
আগামী ৫ ফেব্রুয়ারি, ২২ মাঘ শনিবার সরস্বতী পূজা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
পঞ্চমী তিথি আরম্ভ–
ইংরেজি– ৫ ফেব্রুয়ারি, শনিবার।
বাংলা– ২২ মাঘ, শনিবার।
সময়– রাত ৩টে ৪৮ মিনিট।
পঞ্চমী তিথি শেষ–
ইংরেজি– ৬ ফেব্রুয়ারি, রবিবার।
বাংলা– ২৩ মাঘ, রবিবার।
সময়– রাত ৪টে ৩৮ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
পঞ্চমী তিথি আরম্ভ-
ইংরেজি– ৫ ফেব্রুয়ারি, শনিবার।
বাংলা– ২২ মাঘ, শনিবার।
সময়– সকাল ৭টা ০৬ মিনিট ১০ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ–
ইংরেজি– ৬ ফেব্রুয়ারি, রবিবার।
বাংলা– ২৩ মাঘ, রবিবার।
সময়– সকাল ৭টা ০৮ মিনিট ০৪ সেকেন্ড।