বৈশাখ মাসের পূর্ণিমা একটি পূণ্য তিথি। আগামী ২৬ মে শুভ বুদ্ধপূর্ণিমা।
বৈশাখী পূর্ণিমার পূণ্য তিথি সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের শুভ জন্ম তিথি। বোধি বা সিদ্ধিলাভ এবং মহা পরিনির্বাণ লাভ করেন বুদ্ধ। মায়াদেবী এবং রাজা শুদ্ধধনের পুত্র গৌতম নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন। কপিলাবস্তু নগরে বড় হয়ে ওঠেন তিনি। রাজপুত্র হিসাবে সমস্ত বিলাসিতায় বড় হয়ে ওঠেন এবং যশোদার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। ওঁর রাহুল নামে এক পুত্রও হয়।
সংসারের মায়া তাঁকে আবদ্ধ করতে পারেনি। ভ্রমণকালে সন্ন্যাসী এবং শবদেহ দেখে তাঁর জীবন সম্পর্কে ধারণা পরিবর্তন হয়। জরা, রোগ এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে, বিলাসিতা, রাজধর্ম, রাজঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি। তপস্যায় সিদ্ধিলাভ করেন এবং বৌদ্ধ ধর্মের সূচনা করেন।
বৈশাখ মাসের পূর্ণিমা একটি পূণ্য তিথি। আগামী ২৬ মে শুভ বুদ্ধপূর্ণিমা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ১০ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।
ইংরেজি– ২৫ মে, মঙ্গলবার।
সময়– রাত ৮টা ৩১ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ –
বাংলা– ১১ জ্যৈষ্ঠ, বুধবার।
ইংরেজি– ২৬ মে, বুধবার।
সময়- বিকেল ৪টে ৪৪ মিনিট।
শ্রী শ্রী বুদ্ধপূর্ণিমা, শ্রী শ্রী গৌতম বুদ্ধের জ্যোতির্ময় আবির্ভাব তিথি, আবির্ভাব, বোধি ও মহাপরিনির্বাণ।
শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। শ্রী শ্রী কৃষ্ণের ফুলদোল।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ১০ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।
ইংরেজি– ২৫ মে, মঙ্গলবার।
সময়– সন্ধ্যা ৭টা ৪০ মিনিট ০২ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ১১ জ্যৈষ্ঠ, বুধবার।
ইংরেজি– ২৬ মে, বুধবার।
সময়– বিকেল ৫টা ১২ মিনিট ২৪ সেকেন্ড।
শ্রী শ্রী বুদ্ধপূর্ণিমা। শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। শ্রী শ্রী কৃষ্ণের ফুলদোল যাত্রা।