১৪২৬ সনের অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট ও সময়সূচি

অক্ষয়তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয়তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল, যা ক্ষয়প্রাপ্ত হয় না।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০০:০০
Share:

প্রথমত জানা প্রয়োজন অক্ষয়তৃতীয়া কী?

Advertisement

অক্ষয়তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয়তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল, যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভাল কাজ করা হয়, তা হলে অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয়, তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এ দিন পূজা, জপ, ধ্যান, দান, প্রদান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্ক ভাবে। এ দিনটা ভাল ভাবে কাটানোর অর্থ সাধনজগতের অনেকটা পথ একদিনে এগিয়ে যাওয়া। দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪২৬ সনের অক্ষয়তৃতীয়া ব্রতমের নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

অক্ষয়তৃতীয়া ব্রতম:

বাংলা তারিখ: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ৭/৫/২০১৯।

সময়: তৃতীয়া রাত্রি ঘ ০২/১৭ মিনিট পর্যন্ত।

অক্ষয়তৃতীয়া আরম্ভ:

বাংলা তারিখ: ২২ বৈশাখ ১৪২৬, সোমবার।

ইংরাজি তারিখ: ৭/৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ৩/১৮ মিনিট থেকে।

অক্ষয়তৃতীয়া শেষ:

বাংলা তারিখ: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৭/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০২/১৭ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অক্ষয়তৃতীয়া ব্রতম:

বাংলা তারিখ: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার।

ইংরাজি তারিখ: ৭/৫/২০১৯।

সময়: তৃতীয়া রাত্রি ঘ ০২/৩০ মিনিট পর্যন্ত।

অক্ষয়তৃতীয়া আরম্ভ:

বাংলা তারিখ: ২২ বৈশাখ ১৪২৬, সোমবার।

ইংরাজি তারিখ: ৭/৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ৩/৩২ মিনিট থেকে।

আরও পড়ুন: বাংলার ১৪২৬ সাল মীন রাশির জীবনে কী কী ঘটতে পারে

অক্ষয় তৃতীয়া শেষ:

বাংলা তারিখ: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার।

ইংরাজি তারিখ: ০৭/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০২/৩০ মিনিট পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement