সময় চক্রের মতো পরিবর্তিত হয়। কখনও ভাল কখনও খারাপ সময় আসে। তবে, বহু দিন আগে থেকেই আঁচ করে নেওয়া যায় আসন্ন সময় কেমন কাটতে চলেছে। এ নিয়ে বেশ কিছু তত্ত্ব ও তথ্য রয়েছে জ্যোতিষশাস্ত্রে। বলা হয়, সকালে উঠে কয়েকটি জিনিস লক্ষ্য করলেই বুঝে যাবেন যে দিনটি কেমন যাবে। তেমনই আবার রাতের ঘুমের সময় কয়েকটি স্বপ্ন বলে দেবে, আপনার আসন্ন সময় কেমন।
এখন দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়গুলি বলে দেয় যে আসন্ন সময় কেমন যাবে।
ঘোড়ার স্বপ্ন: যদি ঘোড়াকে নিয়ে কোনও স্বপ্ন দেখেন বা ছুটন্ত ঘোড়ার স্বপ্ন দেখে থাকেন, তা হলে জানবেন আপনার সময় ভাল যাবে। কোনও বিপদ থাকলে তা খুব শিগগিরিই কেটে যাবে। তাই এই স্বপ্ন বেশ পয়মন্ত বলে মনে করা হয়।
জামাকাপড়ের স্বপ্ন: অনেকেই ঘুমের মধ্যে জামাকাপড় কেনা বা জামাকাপড়ের স্বপ্ন দেখেন। জ্যোতিষশাস্ত্র বলছে, এই স্বপ্ন মানে আপনার আগামী দিন ভাল যাবে।
আরও পড়ুন: চিনা জ্যোতিষমতে স্বপ্নে নিজেকে বা কাউকে নগ্ন দেখলে কী ফল পাওয়া যায়
গাছের স্বপ্ন: ঘুমের মধ্যে গাছকে নিয়ে কোনও স্বপ্ন দেখা মানেই জানবেন আপনার পরিবারে সুখস্বাচ্ছন্দ্য আসবে। সবুজ রং বা চারাগাছ পোঁতার স্বপ্নও খুব ভাল প্রমাণিত হতে পারে।
আরতি দেখা: সকালে উঠে যদি দেখেন বাড়িতে আরতি হচ্ছে বা সকালে রাস্তায় বেরিয়ে কোনও মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় যদি দেখেন পূজা-আরতি হচ্ছে তা হলে প্রণাম করুন। মন্দিরের আরতির আগুন মনকে শুদ্ধ করে দেবে, পাশাপাশি দিনটিও যে ভাল কাটবে তার বার্তা নিয়ে আসবে।
পোষ্য হিসেবে বাড়িতে কুকুর থাকা ভাল। বাস্তুমতে কুকুর বাড়িতে থাকা ভাল। বাড়ি সুরক্ষিত রাখার ক্ষেত্রে কুকুর সবচেয়ে উপযুক্ত। এ ছাড়াও বাড়িতে কুকুর রাখলে বাড়ির সদস্যদের প্রাণোচ্ছ্বল ভাব বাড়ে বলে দাবি শাস্ত্রজ্ঞদের। এ ছাড়াও বাড়িতে কুকুর পুষলে গৃহশান্তি যেমন বজায় থাকে তেমনই অসুস্থতার প্রকোপ কম হয় বাড়িতে।