—প্রতীকী ছবি।
কাক কমবেশি আমরা সকলেই দেখি। আমাদের চোখের সামনেই হয়তো কাক আসা যাওয়া করে কিন্তু আমরা সব সময় ভাল করে লক্ষ করি না। তবে লক্ষ করলে বুঝবেন কাকেরা নানা সঙ্কেত দিয়ে থাকে।
শাস্ত্রমতে, প্রতি দিন কাককে খাওয়ালে বেশ কিছু সুফল পাওয়া যায়। প্রতি দিন কাককে খাওয়ালে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। তাই সর্বদা কাক দেখলেই তাড়িয়ে দেওয়া উচিত নয়। বরং লক্ষ করুন কাকটি ঠিক কী করছে বা কিসের ওপর বসে রয়েছে।
কাককে কোন অবস্থায় দেখলে কী ফল লাভ হয়—
১) কাককে যদি গরুর পিঠে বসে তার ঠোঁট ঘষতে দেখেন, তা হলে জানবেন আপনার ভাল আহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২) আপনার বাড়িতে বসে যদি দুটো কাক একে অপরকে কিছু খাওয়ায় তা হলে জানবেন বাড়িতে অতিথি আসতে চলেছেন।
৩) যদি মুখে কোনও শুকনো গাছের ডাল নিয়ে কাককে বসে থাকতে দেখেন, তা হলে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
৪) বাড়ির সামনের দিকে কোনও গাছে কাক যদি মুখে ফুল বা পাতা নিয়ে বসে থাকে, তা হলে বুঝবেন আপনার ইচ্ছাপূরণ হতে পারে।
* তবে যদি বাড়িতে কাক অত্যন্ত কর্কশ ভাবে দীর্ঘ ক্ষণ ধরে ডাকে, তা হলে সেটি একটি অশুভ সঙ্কেত। হতে পারে খুব শীঘ্রই কোনও খারাপ খবর আসবে।