গৃহকর্তা অর্থাৎ পরিবারের মাথা। তিনিই পরিবারের মূল চালিকা শক্তি। সংসারের যিনি মাথা, সব সময় লক্ষ্য রাখতে হবে কী ভাবে তাঁর জীবনের সব কিছু সুন্দর সুস্থ্য ভাবে চলে। গৃহকর্তা যদি পজিটিভ এনার্জিতে ভরে থাকেন, তা হলে সংসারও পজেটিভ এনার্জিতে ভরে থাকবে। ভুল ঘরের নির্বাচন গৃহকর্তার শরীর ও মন দুটোর ওপরেই প্রভাব ফেলতে পারে। তাই বাস্তুমতে পরিবারের সকলের জন্য, বিশেষ করে গৃহকর্তার ঘর সঠিক দিকে না করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।
সঠিক বাস্তু নিয়মে গৃহকর্তার বেডরুম কোন দিকে হওয়া উচিত এবং কেন:
• গৃহকর্তার বেডরুম সব সময় দক্ষিণ বা পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিকে করা উচিত। এর সঙ্গে আহ্নিক গতির একটা যোগাযোগ রয়েছে। সূর্যাস্তের পর চুম্বকের পজিটিভ এনার্জি থাকে পশ্চিম দিকে। তাই সারা দিন কাজকর্ম করার পর সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে আসেন, তখন সময়টা সূর্যাস্তের। ঠিক সেই সময় সূর্যের পজিটিভ এনার্জি পশ্চিম দিকে বিরাজ করে। তাই গৃহকর্তার ঘর পশ্চিম দিক ঘেঁষে করাই শ্রেয়।
আরও পড়ুন: রাশি অনুযায়ী সূর্যগ্রহণের প্রভাব (প্রথম পর্ব)
• যদি দক্ষিণ বা পশ্চিম দিকে গৃহকর্তার ঘর হয়, তা হলে তাঁর শরীরে পজিটিভ এনার্জি বিচ্ছুরিত হবে।
** গৃহকর্তার বেডরুম দক্ষিণ বা পশ্চিম দিকে না থাকলে কী হতে পারে:
• যদি দক্ষিণ বা পশ্চিম দিকে গৃহকর্তার বেডরুম না হয়, তা হলে পজিটিভ এনার্জি শরীরে না থাকায় বার বার শরীর খারাপ হতে পারে।