জ্যোতিষশাস্ত্রে চিনি দিয়ে করা কিছু টোটকার উল্লেখ আছে। ছবি: সংগৃহীত।
জীবন সমস্যায় ভরা। সমস্যা ছাড়া জীবনযাপন করা হয়তো কারও পক্ষে সম্ভব নয়, কারণ না চাইতেও আমাদের জীবনে সমস্যা এসেই যায়। এই সমস্যার নানা সমাধানের পথ হয়তো আমরা খুঁজে বার করতে চাই। কিন্তু সমস্যার সমাধান সঠিক ভাবে খুঁজে পাই না অনেক সময়ে। জ্যোতিষশাস্ত্রে এ ধরনের নানা সমাধানের কথা বলা আছে।
দেখে নেব সমাধানগুলি
১) দীর্ঘ সময় অর্থাৎ, অনেক দিন ধরে জীবনে একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে, কোনও সমাধান হচ্ছে না। এ ক্ষেত্রে একটা তামার ঘটিতে চিনির জল তৈরি করে খেতে হবে। যত দিন পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, এই ক্রিয়াটি করে যেতে হবে।
২) ব্যবসায় সমস্যা দেখা দিলে আটার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়ে ও কাককে খাওয়ালে, ব্যবসায় সমস্যা কেটে যায়।
৩) শনির মহাদশা চললে, তা কাটিয়ে উঠতে নারকেলের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান।
৪) জন্মছকে রবি দুর্বল অবস্থায় থাকলে, প্রতি রবিবার গঙ্গাজলের সঙ্গে চিনি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।
৫) চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, চাকরি পেতে দেরি হচ্ছে, সে ক্ষেত্রে সারা রাত একটা তামার ঘটিতে কিছুটা চিনির জল করে মাথার কাছে রেখে দিতে হবে। তার পর সকালবেলা সেই জল খেয়ে চাকরির খোঁজে যেতে হবে।
৬) প্রত্যেক বৃহস্পতিবার কাঁচা হলুদ ও চিনি একত্রে দান করুন।
৭) যে কোনও শুভ কাজে বেরোনোর আগে একটা চামচে অল্প ঘি ও চিনি একত্রে মিশিয়ে মুখে দিয়ে যান।
৮) সমস্যা জীবন থেকে কাটছে না, যে কোনও প্রবাহিত জলে প্রতি শুক্রবার কিছুটা চিনি ভাসিয়ে দিন।