জন্মকুণ্ডলির এই বিষয়গুলি কী ইঙ্গিত দেয় জানেন? (প্রথম পর্ব)

আপনার রাশিচক্রে ও জীবনে উল্লেক্ষিত ইঙ্গিতগুলির প্রভাব পড়ছে কিনা দেখে নিন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

আপনার রাশিচক্রে ও জীবনে উল্লেক্ষিত ইঙ্গিতগুলির প্রভাব পড়ছে কিনা দেখে নিন—

Advertisement

১। বক্রী গ্রহের দশা-অন্তর্দশায় শরীর-স্বাস্থ্য ভাল যায় না।

২। পঞ্চমে কেতু থাকলে একটি মাত্র সন্তান হয়।

Advertisement

৩। চতুর্থ পতি চতুর্থে থাকলে পৈতৃক গৃহে বসবাস বোঝায়।

৪। (রা+ম) অশুভ সম্পর্ক, রক্তের সম্পর্কের ব্যাক্তি দ্বারা ক্ষতির সৃষ্টি করে।

৫। দ্বাদশে চন্দ্র যে কোনও কাজে লেগে থাকার অভাব তৈরি করে।

৬। দশমে কেতু কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে।

৭। চতুর্থে অশুভ কেতু বিদ্যায় বাধা দেয়।

৮। শনি, রবি, রাহু মেডিক্যাল সায়েন্স নির্দেশ করে।

৯। শুক্র বেডরুম নির্দেশ করে।

১০। ‘রাহু’ ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্সের নির্দেশক গ্রহ।

১১। অশুভ লগ্নপতির দশা-অন্তর্দশাতেও মৃত্যু হতে পারে।

১২। যে কোনও ভাবের সপ্তম ভাব প্রথম ভাবটির হানি বোঝায়।

১৩। মিথুন এবং কন্যা লগ্ন ও রাশির জাতক বা জাতিকার শুক্রের শুভ ফল দেওয়ার ক্ষমতা আছে।

১৪। চতুর্থ, অষ্টম বা দ্বাদশ স্থানের অধিপতি গ্রহের দশা বা অন্তর্দশায় নিজের নতুন গৃহ লাভ বা গৃহ প্রবেশ হতে পারে।

১৫। ষষ্ঠ স্থানের অধিপতি ঋণ নির্দেশ করে।

১৬। বৃষ লগ্ন এবং রাশির পক্ষে বৃহস্পতি চরম অশুভ গ্রহ।

১৭। শনি, রাহু এবং কেতু প্রভাবিত গ্রহের দশা বা অন্তর্দশায় কিছু কষ্ট ভোগ করতেই হয়।

১৮। কর্কট লগ্ন এবং রাশির পক্ষে শনি গ্রহ চরম অশুভ ফল দেওয়ার ক্ষমতা রাখেন।

১৯। রাহু বিদেশ নির্দেশক গ্রহ।

২০। মিথুন লগ্ন, কন্যা লগ্ন বা রাশির জাতক– জাতিকাদের শত্রু শুভ গ্রহের সংস্পর্শ পেলে চরম শুভ ফল দেওয়ার ক্ষমতা রাখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement