আপনার বাড়ির সিঁড়ির এই অবস্থানই অশান্তির কারণ নয় তো

বাড়ির অন্য সব জিনিসের মতো সিঁড়ির গুরুত্বও অপরিসীম। বাড়ি তৈরির সময় যেমন রান্নাঘর, ঠাকুরঘর, শোবারঘর, বাথরুম সব কিছু ঠিক জায়গায় বাস্তু মেনে থাকা জরুরী, ঠিক তেমনই বাড়ির ঠিক জায়গায় বাস্তু মেনে সিঁড়ি তৈরি করাটাও জরুরী।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ০০:০০
Share:

বাড়ির অন্য সব জিনিসের মতো সিঁড়ির গুরুত্বও অপরিসীম। বাড়ি তৈরির সময় যেমন রান্নাঘর, ঠাকুরঘর, শোবারঘর, বাথরুম সব কিছু ঠিক জায়গায় বাস্তু মেনে থাকা জরুরী, ঠিক তেমনই বাড়ির ঠিক জায়গায় বাস্তু মেনে সিঁড়ি তৈরি করাটাও জরুরী।

Advertisement

বাড়ি যে রকমই হোক, একতলা, দোতল বা বহুতল, তার সিঁড়ির গুরুত্ব অপরিসীম। এমনকি গ্রামের বাড়ি হোক বা খামার বাড়িতেও সিঁড়ির ভূমিকা কিন্তু থেকেই যায়। বহুতলে লিফট থাকা সত্ত্বেও সিঁড়ি করতেই হয়। তাই বাড়ির মঙ্গলের জন্য সিঁড়ি বাস্তু নিয়ম মেনে অবশ্যই করা প্রয়োজন। দেখে নেওয়া যাক দিক অনুযায়ী ঠিক কোন দিকে সিঁড়ি করতে হবে-

সিঁড়ির সঠিক স্থান

Advertisement

• পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সিঁড়ি ওপরে ওঠানো শ্রেয়। যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সিঁড়ি ওঠানো না যায়, তা হলে যেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে উঁচুতে সিঁড়ি ওঠানো হয়।

আরও পড়ুন: মীন রাশির জাতকের কর্মক্ষেত্রে গোপন শত্রুতা

• সিঁড়ি যখন ওপর দিকে ওঠার পর ঘুরবে তখন যেন অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘোরে।

• জমির দক্ষিণ বা পশ্চিম দিকে সিঁড়ি করা খুব ভাল বলে মনে করা হয়।

• সিঁড়ির ধাপ সব সময় বিজোড় সংখ্যার করা উচিত যেমন — ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯ ইত্যাদি।

সিঁড়ি কেমন করা উচিত নয়

• সিঁড়ি কখনও দরজার মুখোমুখি করা উচিত নয়।

• কোনও মতেই উত্তর-পুর্ব দিকে সিঁড়ি করা উচিত নয়।

• কোনও অবস্থাতেই সিঁড়ির ধাপ জোর সংখ্যার করতে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement