সংখ্যাতত্ত্বের সাহায্যে বলা যায় কারা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবেন (প্রথম অংশ)            

এখানে শিল্পীর কেরিয়ার মানে গায়ক, বাদক, সিনেমার অভিনয়, নর্তক, নাটকের অভিনয়, ভাস্কর্য, ঠাকুর বা প্রতিমা বানানো, ছবি আঁকা, কবিতা পাঠ ও চর্চা, লেখক, সাংবাদিক, টিভি সঞ্চালক-সহ যাবতীয় সৃজনশীলতা ও শিল্পচর্চাকেই বলা হয়েছে।

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share:

জ্যোতিষের সাহায্যে যেমন জানতে পারি ভবিষ্যতে কোন জাতক/জাতিকা শিল্পীর কেরিয়ার বেছে নেবে, ঠিক একই ভাবে নিউম্যারোলজির সাহায্যেও বলা যায় কোন জাতক/জাতিকা শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলবেন।
এখানে শিল্পীর কেরিয়ার মানে গায়ক, বাদক, সিনেমার অভিনয়, নর্তক, নাটকের অভিনয়, ভাস্কর্য, ঠাকুর বা প্রতিমা বানানো, ছবি আঁকা, কবিতা পাঠ ও চর্চা, লেখক, সাংবাদিক, টিভি সঞ্চালক-সহ যাবতীয় সৃজনশীলতা ও শিল্পচর্চাকেই বলা হয়েছে।
এক থেকে নয়ের মধ্যে ৩ (তিন) সংখ্যা হচ্ছে যাবতীয় সৃজনশীলতা ও শিল্পীসত্ত্বা বিকাশের সংখ্যা। ৩ মানে ৩, ১২, ২১, ৩০, ৩৯, ৪৮, ৫৭, ১০২, ৩০০, অর্থাৎ যৌগিক সংখ্যা যোগ করলে ৩ পাওয়া যায়। এখানে তিন মানে ৩৯=৩+৯=১২=১+২=৩, আবার ১০২=১+০+২=৩।
এক জন জাতক/জাতিকা যে শিল্পী হতে চায় সে যে লাইনেই হোক না কেন বা শিল্পী হিসেবে নিজের জীবন প্রতিষ্ঠা করতে চায়, দেখতে হবে তার জীবনে ৩-এর এনার্জি কত ভাবে আসছে!

Advertisement

আরও পড়ুন: জীবনে কোনও না কোনও সময়ে এই চারটি রাশির জাতক ধনী হবেনই

তার জন্ম তারিখ ৩ কি না? তার লাইফপাথ নম্বর ৩ কি না? তার ডেস্টিনি নম্বর, পারসোন্যালিটি নম্বর ও তার সোল আর্জ নম্বর ৩ কি না? সর্বোপরি তার কোর বা পোটেনশিয়াল নম্বরে ৩-এর প্রভাব কতটা? শিল্পী হতে গেলে বা যে কোনও শিল্পের চর্চা করতে গেলে বা সখের শিল্পী হতে গেলে বা পেশাদার শিল্পী হতে গেলে ৩-এর স্পর্শ যত বেশি থাকবে সে তত বেশি নামকরা শিল্পী হবে।
কারও বাড়ির নম্বর যদি ৩ হয়, বাড়ির নম্বর ৩, ১২, ৩০, ৯৩, ৪০৮ মানে ৩ সংখ্যার বাড়ি, এতে বোঝা যায়, জাতক/জাতিকা শিল্পের পরিবেশে বড় হওয়ার সুযোগ পেয়েছে। অন্য নম্বরের বাড়ি হলে বুঝতে হবে, বিপরীত পরিবেশে শিল্পচর্চা করতে বাধ্য হয়েছে। ৩, ৫ ও ৯-এর বাড়ি হল গৃহের অভ্যন্তরে শিল্পের চর্চা থাকতে পারে যা জাতক/জাতিকাকে শিল্পচর্চায় সহায়তা দিয়েছে।
বাবা বা মায়ের নাম, জন্মদিন, জন্মতারিখ ইত্যাদিতে যদি ৩-এর ছোঁয়া থাকে তাতে বোঝায় শিশু জন্মের পর থেকে শিল্পচর্চার পরিবেশ এবং পিতা-মাতার কাছ থেকে অনুকূল সুযোগ পেয়ে থাকবে।
শিল্পী হিসেবে কেরিয়ার গড়ে তুলতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে ৫ (পাঁচ)। এই ৫-এর মধ্য দিয়ে বইছে প্রকাশ করার ক্ষমতা, নিজের স্বাধীন আত্মপ্রকাশের ক্ষমতা, জগতের সামনে নিজের অবস্থানকে জোরালো ভাবে প্রকাশ করার ক্ষমতা, সবশেষে যোগাযোগে করা বা কমিউনিকেট করার ক্ষমতা। ৫-এর মানে ৫, ১৪, ২৩, ৩২, ৮৬ ইত্যাদি সংখ্যা।
তাই জন্মদিন, জন্মতারিখ বা লাইফপাথ নম্বর, পারসোন্যালিটি বা সোল আর্জ বা হৃদয়ের সংখ্যা মধ্যে ৫-এর আত্মপ্রকাশ থাকলে শিল্পী হিসেবে কেরিয়ার গড়ে তুলতে সহায়ক হবে।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনি সন্তান হিসেবে কেমন, জেনে নিন
এ বার তৃতীয় গুরুত্বপূর্ণ যে সংখ্যাটি শিল্পী হতে ব্যাপক ভাবে সাহায্য করে তা হল ৯ (নয়)। যারা সংখ্যাতত্ত্ব চর্চা করে আসছি আমরা সকলেই জানি সংখ্যার মধ্যে সব থেকে শক্তিশালী এনার্জি বহন করে ৯। ৯ হচ্ছে মানবতার ও মহানুভবতার সংখ্যা। যারা খুব দূরের ভাবনা বা ভবিষ্যতের জন্য চিন্তা করে, পথ দেখায়, তারা সকলেই ৯-এর অধিকারে জন্মায়।
আমরা কী জানলাম? শিল্পীর কেরিয়ার গড়ে তুলতে হলে এক জন জাতক/জাতিকার ৩, ৫ এবং ৯-এর এনার্জির স্পর্শ পেতেই হবে। তার জন্মদিন, লাইফপাথ নম্বর, তার ডেস্টিনি নম্বর, তার ব্যক্তিত্বের বা হৃদয়ের সংখ্যা, তার কোর নম্বরের কোথাও না কোথাও ৩, ৫ ও ৯-কে থাকতেই হবে। যত বেশি সংখ্যক এই সংখ্যাগুলি থাকবে শিল্পী হিসেবে কেরিয়ারে সাফল্য তত বেশি মাত্রায় আসতে থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement