কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয় জানেন?

আমরা নিজেদের মঙ্গল কামনায় কোনও না কোনও দেবদেবীর পুজো করে থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

আমরা নিজেদের মঙ্গল কামনায় কোনও না কোনও দেবদেবীর পুজো করে থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন। এটা অবশ্যই জেনে রাখা দরকার, কারণ পুরনো অনেক পুঁথিতে এটাই বলা আছে যে দেবতাদের পছন্দের শুধু ফুল নয়, দিন, রং ও খাবার সব কিছুই সঠিক মতে দেওয়া আবশ্যক।

Advertisement

ভগবান শিব: দেবাদিদেব মহাদেব বা সর্বশক্তিমান শিবের পুজো আকন্দ, নীলকণ্ঠ এবং ধুতরো ফুল দিয়ে করতে হবে।

ভগবান শ্রীবিষ্ণু— ভগবান শ্রীবিষ্ণুর পছন্দের রং হল সাদা। সাদা রঙের যে কোনও ফুল তাঁর খুব পছন্দের। এ ছাড়া যে কোনও উজ্জ্বল রঙের ফুলও পছন্দ করেন তিনি। তবে তাঁর সব থেকে প্রিয় তুলসী পাতা। তাঁর ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা দিতেই হবে।

Advertisement

গণেশ ঠাকুর— গণেশ ঠাকুরের লাল বর্ণ সব থেকে পছন্দের। তাই যে কোনও লাল ফুল দেওয়া যেতে পারে।

মা দুর্গা— দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি। তবে পদ্ম ফুল দুর্গাপুজোয় দেওয়া আবশ্যক।

আরও পড়ুন: মানুষের চেহারার গড়ন দেখে তার চরিত্র বিচার

মা কালী— কালীমায়ের লাল রং পছন্দের। রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে হবে।

মা লক্ষী— আমরা প্রায় সব ঘরেই সুখসমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবীর পুজো করে থাকি। মা লক্ষ্মীর সব থেকে পছন্দের ফুল পদ্ম। তাই লক্ষ্মী পুজো করার সময় পদ্ম ফুল দিতে ভুলবেন না।

মা সরস্বতী— মা সরস্বতীর সব থেকে পছন্দের রং হলুদ। তাই হলুদ যে কোনও ফুল দিয়ে মায়ের বন্দনা করা উচিত।

(তিথি অনুযায়ী এই বছর পূজার সময় ও বিশেষ দিনক্ষণ জানতে চোখ রাখুন আমাদের নতুন বিভাগ 'শুভ দিন'- এ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement