Palmistry

Palmistry: আঙুলের বিভিন্ন অংশে ক্রশ চিহ্ন আছে? এটা থাকলে কী হয় জানেন?

হস্তরেখা বিচারের ক্ষেত্রে বিভিন্ন রেখার বিচার ছাড়াও বিভিন্ন চিহ্নের বিচার জরুরি। বিভিন্ন রেখা যেমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে, ঠিক তেমনই বিভিন্ন চিহ্ন বিভিন্ন তথ্য নির্দেশ করে। ক্রশ চিহ্ন একটি গুরুত্বপূর্ণ চিহ্ন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ০৯:৫৪
Share:

প্রতীকী চিত্র।

হস্তরেখা বিচারের ক্ষেত্রে বিভিন্ন রেখার বিচার ছাড়াও বিভিন্ন চিহ্নের বিচার জরুরি। বিভিন্ন রেখা যেমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে, ঠিক তেমনই বিভিন্ন চিহ্ন বিভিন্ন তথ্য নির্দেশ করে। ক্রশ চিহ্ন একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। ক্রশ চিহ্ন তালুর বিভিন্ন স্থানে যেমন বিভিন্ন বিষয় নির্দেশ করে, ঠিক তেমনই বিভিন্ন আঙুলে বিভিন্ন লক্ষণ নির্দেশ করে।

Advertisement

ক্রশ চিহ্ন সাধারণত একটি রেখার উপর অন্য একটি রেখা দ্বারা সৃষ্টি হয়। এই চিহ্ন স্বতন্ত্র ভাবেও তৈরি হতে পারে।

তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা সাধারণত তিনটি অংশে বিভক্ত থাকে। বৃদ্ধাঙ্গুলি সাধারণত দু’টি অংশে বিভক্ত। প্রত্যেক অংশ বা ভাঁজকে এক বা একাধিক রেখা বিভক্ত করে।

Advertisement

বৃহস্পতি বা তর্জনীর প্রথম অংশ অর্থাৎ নখের উল্টো অংশে ক্রশ চিহ্ন কুসংস্কারচ্ছন্ন এবং নাস্তিক বা অধার্মিক হওয়া নির্দেশ করে। দ্বিতীয় অংশে ক্রশ চিহ্ন সাহিত্যে সাফল্য নির্দেশ করে। তৃতীয় অংশে ক্রশ চিহ্ন কুরুচিপূর্ণ, অমার্জিত রুচি নির্দেশ করে।

শনির আঙ্গুল বা মধ্যমার প্রথম অংশে ক্রশ চিহ্ন অসামাজিক, অসৎ এবং অসাধুতা নির্দেশ করে।

দ্বিতীয় অংশে ক্রশ চিহ্ন দুঃসাহসিকতা নির্দেশ করে। তৃতীয় অংশে ক্রশ চিহ্ন নিঃসন্তান বা কম সন্তানের সম্ভাবনা নির্দেশ করে।

রবির আঙ্গুল বা অনামিকার প্রথমাংশে ক্রশ চিহ্ন শিল্পী সত্তা নির্দেশ করে। দ্বিতীয় অংশে ক্রশ চিহ্ন অখুশি বা অতৃপ্তি কর মানসিকতা নির্দেশ করে। তৃতীয় অংশে ক্রশ চিহ্ন নিরাশা, স্নায়বিক দুর্বলতা নির্দেশ করে।

বুধের আঙ্গুল বা কনিষ্ঠার প্রথম অংশে ক্রশ চিহ্ন চৌর্যবৃত্তি নির্দেশ করে। দ্বিতীয় অংশে ক্রশ চিহ্ন ব্যর্থতা নির্দেশ করে। তৃতীয় অংশে ক্রশ চিহ্ন অসততা নির্দেশ করে।

বৃদ্ধাঙ্গুলির প্রথম অংশে ক্রশ চিহ্ন নীতি ভ্রষ্ট, একাধিক ক্রশ চিহ্ন বিলাসিতা, কামুকতা নির্দেশ করে। দ্বিতীয় অংশে ক্রশ চিহ্ন বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকা নির্দেশ করে।

ক্রশ চিহ্নে বিচারের সঙ্গে অন্যান্য লক্ষণ বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement