Baisakh Auspicious Dates

বৈশাখ মাসে কী কী বিশেষ পুজোর দিন রয়েছে? বিয়ে করার শুভ দিনগুলি কবে?

পয়লা বৈশাখ চলে গিয়েছে মানেই বৈশাখের শুভ দিনক্ষণ শেষ হয়ে যায়নি। বাংলা বছরের প্রথম মাসে রয়েছে আরও নানা বিশেষ শুভ দিনক্ষণ, খোঁজ দিলেন জ্যোতিষী।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১২:২৩
Share:

—প্রতীকী ছবি।

যে চান্দ্রমাসে সাধারণত বিশাখা বা তৎসন্নিহিত পূর্বাপর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেটাকে ‘চান্দ্র বৈশাখ’ বলে। সূর্যের মেষ রাশি স্থিতিকালেই সেটি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সূর্যের মেষ রাশি স্থিতিকাল ‘সৌর বৈশাখ’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের প্রথম মাস।

Advertisement

সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যে বিয়ের আগে বিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়। বিচার্য বিভিন্ন বিষয়ের মধ্যে বিয়ের শুভ দিন স্থির করা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রমতে, বিয়ের মাস, অর্থাৎ কোন মাসে বিয়ে হচ্ছে সেটি সঠিক ভাবে নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কারণ ভিন্ন মাসে বিয়ে করার ভিন্ন ফলপ্রাপ্তির উল্লেখ পাওয়া যায়।

বৈশাখ মাসে বিয়ের শুভ দিন:

Advertisement

৪ বৈশাখ, ১৮ এপ্রিল, শুক্রবার:

বিয়ে- রাত ৭টা ৪৮ মিনিট গতে, ৮টা ৪৫ মিনিটের মধ্যে বৃশ্চিক লগ্নে বিয়ে। পুনরায় রাত ৩টে ৫১ মিনিট গতে ৫টা ১ মিনিটের মধ্যে মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৮ বৈশাখ, ২২ এপ্রিল, মঙ্গলবার:

বিয়ে- রাত ৮টা ৪৫ মিনিট গতে ৪টে ৪৬ মিনিটের মধ্যে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৫ বৈশাখ, ২৯ এপ্রিল, মঙ্গলবার:

বিয়ে- রাত ৮টা ৪৬ মিনিট গতে ৪টে ১৮ মিনিটের মধ্যে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

বৈশাখ মাসের পূজোপচার:

বরুথিনী একাদশী:

১০ বৈশাখ, ২৪ এপ্রিল, বৃহস্পতিবার।

একাদশী তিথি আরম্ভ:

৯ বৈশাখ, ২৩ এপ্রিল, বুধবার সকাল ৪টে ৪৫ মিনিট।

একাদশী তিথি শেষ:

১০ বৈশাখ, ২৪ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ২টো ৩৩ মিনিট।

অমাবস্যা:

১৩ বৈশাখ, ২৭ এপ্রিল, রবিবার।

অমাবস্যা তিথি আরম্ভ:

১২ বৈশাখ, ২৬ এপ্রিল, শনিবার, রাত ৪টে ৫১ মিনিট।

অমাবস্যা তিথি শেষ:

১৩ বৈশাখ, ২৭ এপ্রিল, রবিবার, রাত ১টা ১ মিনিট।

পরশুরাম জয়ন্তী:

১৫ বৈশাখ, ২৯ এপ্রিল, মঙ্গলবার।

অক্ষয় তৃতীয়া:

১৬ বৈশাখ, ৩০ এপ্রিল, বুধবার।

ষঠ পঞ্চমী ব্রত:

১৮ বৈশাখ, ২ মে, শুক্রবার।

পঞ্চমী তিথি আরম্ভ:

১৭ বৈশাখ, ১ মে বৃহস্পতিবার, সকাল ১১টা ২৫ মিনিট।

পঞ্চমী তিথি শেষ:

১৮ বৈশাখ, ২ মে, শুক্রবার, সকাল ৯টা ১৫ মিনিট।

চন্দন ষষ্ঠী:

১৯ বৈশাখ, ৩ মে, শনিবার।

ষষ্ঠী তিথি আরম্ভ:

১৮ বৈশাখ, ২ মে, শুক্রবার, সকাল ৯টা ১৬ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ:

১৯ বৈশাখ, ৩ মে, শনিবার, সকাল ৭টা ৫২ মিনিট।

শ্রীশ্রী সীতা নবমী ব্রত:

২২ বৈশাখ, ৬ মে, মঙ্গলবার।

নবমী তিথি আরম্ভ:

২১ বৈশাখ, ৫ মে, সোমবার, সকাল ৭টা ৩৭ মিনিট।

নবমী তিথি শেষ:

২২ বৈশাখ, ৬ মে, মঙ্গলবার, সকাল ৮টা ৩৯ মিনিট।

মোহিনী একাদশী ব্রত:

২৪ বৈশাখ, ৮ মে, বৃহস্পতিবার।

একাদশী তিথি আরম্ভ:

২৩ বৈশাখ, ৭ মে, বুধবার, সকাল ১০টা ২১ মিনিট।

একাদশী তিথি শেষ:

২৪ বৈশাখ, ৮ মে, বৃহস্পতিবার, সকাল ১২টা ৩০ মিনিট।

শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী:

নৃসিংহ দেব আবির্ভাব, ২৭ বৈশাখ, ১১ মে, রবিবার।

শ্রীশ্রী গন্ধেশ্বরী পূজা, শ্রীশ্রী কৃষ্ণের ফুলদোল:

২৮ বৈশাখ, ১২ মে, সোমবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement