Falgun Auspicious Days

ফাল্গুন মানেই বিয়ের মাস! জোট বাঁধার শুভ দিনগুলি কবে? সাধ খাওয়ানোর শুভ সময়ের ব্যাপারে জেনে নিন

ফাল্গুন মাস মানেই বসন্তের শুরু। এই মাসে অনেকেই বিয়ে করেন। যে কোনও শুভ কাজ করার জন্য এই মাসটি খুবই ভাল।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৮
Share:
Marriage and baby shower dates for Bengali month Falgun 1431 and 14th Feb to 14th March 2025

—প্রতীকী ছবি।

সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যেই বিয়ের আগে বিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়। বিচার্য বিভিন্ন বিষয়ের মধ্যে বিয়ের শুভ দিন স্থির একটি জরুরি বিষয়। শাস্ত্রমতে বিয়ের মাস, অর্থাৎ কোন মাসে বিয়ে হচ্ছে তা গুরুত্বপূর্ণ। কারণ ভিন্ন মাসে বিয়ে করার ভিন্ন ফলপ্রাপ্তির উল্লেখ পাওয়া যায়। ফাল্গুন মাস মানেই বসন্তের শুরু। এই মাসে অনেকেই বিয়ে করেন। যে কোনও শুভ কাজ করার জন্য এই মাসটি খুবই ভাল। এই বছর ফাল্গুন মাসে বিয়ের দিনগুলি কবে পড়েছে? সাধ খাওয়ার জন্য কোনও শুভ দিন রয়েছে? জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisement

ফাল্গুন মাসে বিয়ে করার শুভ দিন—

১ ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

Advertisement

বিয়ে– রাত ৯টা ৭ মিনিটের মধ্যে মকর এবং কুম্ভ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

৮ ফাল্গুন, ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

বিয়ে- রাত ৯টা ১৮ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ২৬ মিনিট গতে কুম্ভ, মীন এবং মেষ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

১৩ ফাল্গুন, ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

বিয়ে– রাত ১১টা ১২ মিনিট গতে ৩টে ২১ মিনিটের মধ্যে বৃশ্চিক এবং ধনু লগ্নে সুতহিবুক যোগে যর্জুবিয়ে।

১৯ ফাল্গুন, ৩ মার্চ, সোমবার।

বিয়ে– রাত ৬টা ৩ মিনিট গতে ৮টা ৩৫ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে, পুনরায় ১১টা ৪৮ মিনিট গতে ৪টে ৩০ মিনিটের মধ্যে ধনু এবং মকর লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।

বিয়ে– রাত ১টা ২০ মিনিট গতে ধনু, মকর এবং কুম্ভ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

ফাল্গুন মাসে গায়েহলুদের শুভ দিন—

১ ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

৫ ফাল্গুন, ১৭ ফেব্রুয়ারি, সোমবার।

৯ ফাল্গুন, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার।

১১ ফাল্গুন, ২৩ ফেব্রুয়ারি, রবিবার।

১৮ ফাল্গুন, ২ মার্চ, রবিবার।

২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।

২৩ ফাল্গুন, ৭ মার্চ, শুক্রবার।

২৮ ফাল্গুন, ১২ মার্চ, বুধবার।

ফাল্গুন মাসে সাধ খাওয়ার শুভ দিন–

২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।

২৫ ফাল্গুন, ৯ মার্চ, রবিবার।

২৬ ফাল্গুন, ১০ মার্চ, সোমবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement