খেলাধুলোয় সুনাম ও আগ্রহ এবং নার্স হওয়ার হস্তরেখার চিহ্ন

 আয়ুরেখা হৃদয়রেখা থেকে অনেক দূরে এবং শিরোরেখা প্রায়ই আয়ুরেখা থেকে পৃথক হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০০:০১
Share:

খেলাধুলো

Advertisement

ক্ষেত্রগুলি খুব ছোট ও নীচু হয়।

করতল শক্ত ও চরাহ্যে থাকে।

Advertisement

হস্তাঙ্গুলি চৌকো হয়।

শনির আঙ্গুল অন্য আঙ্গুলের থেকে লম্বা হয়।

স্বাস্থ্যরেখা থাকে না, থাকলেও সুগঠিত।

শুক্র ও রবিতে শুভ চিহ্ন।

আয়ুরেখা হৃদয়রেখা থেকে অনেক দূরে এবং শিরোরেখা প্রায়ই আয়ুরেখা থেকে পৃথক হয়।

নার্স

হৃদয়রেখা বাঁকা উল্টো ভাবে থাকে।

হৃদয়রেখা সুগঠিত হলে উন্নতি বোঝায়।

শিরোরেখা সুগঠিত হয়।

বৃহস্পতির ক্ষেত্র সুন্দর হয়।

শুক্রের ক্ষেত্র সুন্দর হয়।

বুধরেখা সুস্পষ্ট হয়।

করতল কোঁচকানো হয়।

হস্তাঙ্গুলি হয় লম্বা আকৃতির। মঙ্গল শুভ এবং ভাগ্যরেখা মঙ্গল থেকে ওঠে।

আঙ্গুলের সন্ধিস্থানগুলি মোলায়েম হয়।

বৃদ্ধাঙ্গুলি ছোট হয়।

চন্দ্রের ক্ষেত্রে গোল আংটির মতো দাগ দেখা যায়।

বুধের আঙ্গুলের গোড়াতে পাশাপাশি দুটি সরলরেখা থাকে। মণিবন্ধ সুগঠিত হলে এদের উন্নতি বোঝায়। ভাগ্যরেখা ও রবিরেখাও দেখতে সুন্দর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement