আমরা অনেকেই আলোচনা করে থাকি যে, কোন বছর কোন কোন রাশির ক্ষেত্রে শুভ। কিন্তু কোন মাসে কোন রাশি কেমন ফল দেয়, সেটা নিয়ে আমরা অনেকেই মাথা ঘামাই না। দেখে নেওয়া যাক ইংরাজি মাস অনুসারে আপনার রাশির ফলাফল কী হতে পারে:
জানুয়ারি: এই মাসে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি সাধারণত ভাল ফল দেয়।
ফেব্রুয়ারি: এই মাসে তুলা, কুম্ভ, মিথুন রাশি ভাল ফল দিয়ে থাকে।
মার্চ: এই মাসে ধনু, মেষ, সিংহ রাশি ভাল ফল দেয়।
এপ্রিল: এই মাসে কর্কট, বৃশ্চিক, বৃষ ভাল ফল দেয়।
মে: এই মাসে বৃষ, মীন, কন্যা ভাল ফল দেয়।
জুন: এই মাসে মেষ, কুম্ভ, সিংহ ভাল ফল দেয়।
জুলাই: এই মাসে মিথুন, তুলা, মীন ভাল ফল দেয়।
অগস্ট: এই মাসে মেষ, ধনু, কুম্ভ ভাল ফল দান করে।
সেপ্টেম্বর: এই মাসে কন্যা, মকর, মিথুন ভাল ফল দেয়।
আরও পড়ুন: আপনি কিসে ভয় পান, বলে দেবে আপনার রাশি (তৃতীয় অংশ)
অক্টোবর: এই মাসে বৃশ্চিক, মীন, তুলা রাশি ভাল ফল দান করে।
নভেম্বর: এই মাসে ধনু, মেষ, সিংহ ভাল ফল দেয়।
ডিসেম্বর: এই মাসে কর্কট, মকর, তুলা ভাল ফল দেয়।