দোকান ও ব্যবসা সংক্রান্ত প্রচলিত কিছু টিপস

আমাদের জীবনে বাস্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। জীবনে ভাগ্যের পাশাপাশি বাস্তুভিটাকেও দেখার প্রয়োজন। অনুরূপ ভাবেই ব্যবসাক্ষেত্রেও বাস্তু সংক্রান্ত কিছু নিয়মাবলী পালন করা উচিত।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

আমাদের জীবনে বাস্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। জীবনে ভাগ্যের পাশাপাশি বাস্তুভিটাকেও দেখার প্রয়োজন। অনুরূপ ভাবেই ব্যবসাক্ষেত্রেও বাস্তু সংক্রান্ত কিছু নিয়মাবলী পালন করা উচিত।

Advertisement

ব্যবসা সংক্রান্ত প্রচলিত টিপস দেখে নেওয়া যাকঃ-

১। দোকানে মাল রাখার জন্য যে সব আলমারি, শো কেশ, রেক ইত্যাদি ব্যবহার করেন তা দক্ষিণ ও পশ্চিম দিকে রাখবেন।

Advertisement

২। দোকানে জল রাখার জায়গা যেমন জালা, ফিল্টার মেশিন ইত্যাদি যা কিছু ব্যবহার করা হোক না কেন তা রাখতে হবে ঈশান কোনে অর্থাৎ উত্তর-পূর্ব কোনে।

৩। দোকানে বিম বা তির যদি একাধিক থাকে তাহলে তা যেন পরস্পর ক্রশ না করে।

৪। দোকানের প্রবেশ পথ যদি দক্ষিন পশ্চিম কোনে হয় সেই সমস্ত দোকান ১৫ থেকে ২০ বছর চলার পর হঠাৎ থমকে যাবে।

৫। দোকানের মেন সুইচ ও সুইচ বোর্ড অগ্নিকোনে অর্থাৎ দক্ষিন-পূর্ব দিকে রাখলে শুভ।

৬। দোকানে যেসব মালপত্রের বিক্রী বেশি সেই সব মালপত্র বায়ুকোনে রাখলে শুভ। সুনিশ্চিত লাভ হয়।

৭। দোকানে উত্তর ও পূর্ব দিকে প্রবেশ দ্বার থাকলে শুভ।

৮। দোকানের আসবাবপত্রের জন্য যে সব ফার্নিচার করবেন তা কাঠের তৈরি হলেই খুব ভাল।

৯। ক্যাশ কাউন্টার দক্ষিণ দিকে বসবে যেন তার মুখটা উত্তরদিকে খুললে ভাল। নতুবা পূর্ব ও পশ্চিম দিকে খোলে অর্থাৎ দক্ষিণদিকে কদাচিৎ নয়।

১০। দোকানের মালিক বসবেন পূর্ব বা উত্তরমুখী হয়ে এবং খরিদ্দার বসবেন পশ্চিম ও দক্ষিণমুখী হয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement