কালীপুজো এবং ভূত চতুর্দশীর দিন ভুল করেও এই কাজগুলো করবেন না

কালীপুজোর আগের দিন হয় ভূত চতুর্দশী। এই দিন এবং কালীপুজোর দিন শাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যা করতে নেই। এই দিন এই সব কাজ করলে সংসারে হতে পারে ঘোর অমঙ্গল। গৃহস্থের ক্ষতিও হয়ে যেতে পারে নানা দিক থেকে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০০:০৩
Share:

কালীপুজোর আগের দিন হয় ভূত চতুর্দশী। এই দিন এবং কালীপুজোর দিন শাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যা করতে নেই। এই দিন এই সব কাজ করলে সংসারে হতে পারে ঘোর অমঙ্গল। গৃহস্থের ক্ষতিও হয়ে যেতে পারে নানা দিক থেকে।

Advertisement

এই দিন কোন কাজগুলো করতে নেই জেনে নিন—

১) কালীপুজোর দিন এবং তার আগের দিন রাতে ভুল করেও শ্মশান বা কবরস্থানে যেতে নেই। কারণ এই সময় এই সব জায়গায় নানা রকম নেগেটিভ শক্তি থাকে। এতে নিজের এবং পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

২) এই দু’দিন মহিলারা কোনও ভাবেই রাতে চুল খুলে ঘুমোবেন না। রাতে চুল খোলা রেখে ঘুমোলে নেগেটিভ শক্তি ভীষণ ভাবে আকর্ষিত হয়। এর ফলে আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে। এ ছাড়া মহিলাদের রাতে খোলা চুল থাকলে মা লক্ষ্মীও রুষ্ট হন।

৩) এই দু’দিন সন্ধ্যাবেলার পর কোনও ভাবেই বাড়িঘর ঝাড়ু দেওয়া যাবে না। মনে করা হয়, এর ফলে লক্ষ্মীদেবীকে ঘর থেকে বিতারিত করে দেওয়া হয়।

৪) এই দু’দিন রাতে রান্না করার পর রান্নাঘর যেন কোনও ভাবে নোংরা না থাকে। বাসনপত্র খুব ভাল ভাবে পরিষ্কার করে রাখতে হবে। এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে।

৫) এই দিনগুলোতে সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনও জিনিস চান, তা হলে তা দেবেন না। এর ফলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে ও নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement