এ বারের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের কত তম জন্মতিথি জানেন?

১৪২৬ বাংলার (২০১৯ সাল) জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী। কারণ, বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে, ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলাবিলাস করেন। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে বৈকুন্ঠে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

প্রথমত জেনে নেওয়া যাক জন্মাষ্টমী কী?
জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়।
এখন জেনে নেওয়া যাক বর্তমান বছরটি শ্রীশ্রীকৃষ্ণের কত তম জন্মাষ্টমী।

Advertisement

আরও পড়ুন:যে কোনও পূজায় ঘট স্থাপন কী ভাবে করবেন

১৪২৬ বাংলার (২০১৯ সাল) জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী। কারণ, বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে, ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলাবিলাস করেন। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে বৈকুন্ঠে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে। সেই দিন ছিল শুক্রবার। খ্রিস্টপূর্ব ৩১০১ সালে কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০১৯ খ্রিস্টাব্দ। তা হলে কলির বয়স ৩১০১+২০১৯=৫১২০ বছর। শ্রীকৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব। শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা করেছেন। তা হলে শ্রীকৃষ্ণের আবির্ভাব ৫১১৯+১২৫=৫২৪৫ বছর পূর্বে হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement