জাতক/জাতিকা কখন ছোট শরীরের অধিকারী হয়

দেখে নেওয়া যাক কোষ্ঠীর গ্রহাবস্থান অনুসারে কখন জাতক/জাতিকা হবে ছোট শরীরের অধিকারী

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

ভারতীয় জ্যোতিষ শাস্ত্র এমনই শাস্ত্র, যার মাধ্যমে জানা সম্ভব একজন মানুষের ব্যক্তিত্ব কেমন হবে। মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার চেহারার ওপর, তার কথাবার্তা বলার ধরনের ওপর, এমনকি তার চলাফেরা ও বিভিন্ন গতিবিধির ওপরেও।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কোষ্ঠীর গ্রহাবস্থান অনুসারে কখন জাতক/জাতিকা হবে ছোট শরীরের অধিকারী-

১। যে পুরুষ বা মহিলার কোষ্ঠীতে রবি, শুক্র, এই দুই গ্রহ সিংহ রাশিতে থাকে এবং দশম ভাবে মকর রাশির চন্দ্র থাকে অথবা লগ্নপতি সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে স্থিত হয় কিংবা লগ্নপতি এই রাশিস্থ হয়ে লগ্নকে দৃষ্টি দেয়, সেই জাতক-জাতিকারা ছোট শরীরের অধিকারী হয়।

Advertisement

২। যদি কোনও জাতকের কোষ্ঠীতে লগ্ন এবং দ্বাদশ ভাবের অধিপতি চন্দ্র শনি দ্বারা দৃষ্ট হয় তথা কোনও শুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হয় অথবা মেষ, বৃষ, কর্কট, ধনু বা মকর রাশির চন্দ্র চতুর্থ স্থানে শনি দ্বারা দৃষ্ট হয় এবং যদি লগ্নপতি মঙ্গল হয়, তা হলেও এই জাতক/জাতিকারা ছোট শরীরের অধিকারী হয়।

আরও পড়ুন: কোন কোন রাশির পুরুষের স্ত্রী সুন্দর হয় দেখে নিন

৩। আবার কোনও জাতকের লগ্নে যদি শনি থাকে, বুধ যদি কন্যা রাশিস্থ হয় অথবা চতুর্থ ভাবে বুধ বা শনি স্থিত হয় কিংবা মকর রাশির অন্তিম নবাংশের লগ্ন হয় তথা শনি, চন্দ্র বা রবি লগ্নকে দৃষ্টি দেয়- এই অবস্থাতেও জাতক ছোট চেহারার অধিকারী হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement