শুনতে অদ্ভুত লাগছে, সংখ্যা বা নম্বর থেকে আমরা আমাদের পূর্বজন্মের ইঙ্গিত পেতে পারি। সেটা কী ভাবে? জন্মদিন নিজেই একটা সংখ্যা। জন্মতারিখ,সে-ও কতগুলি সংখ্যার সমষ্টি। আবার প্রতেকের নিজের নাম আছে, নাম কোনও দুর্ঘটনা নয়, প্রত্যেকের নাম মানেই একটা কম্পনাঙ্ক। প্রত্যেকের নাম মাত্রই কতকগুলি অক্ষরের সমষ্টি, আর অক্ষরগুলির প্রতেকেই একটা সংখ্যা মাত্র।
কারও জন্মদিন যদি যে কোন মাসের ২৯ তারিখ হয়, তার সংখ্যা হল (২৯=২+৯=১১=১+১=২) ২। দুইয়ের পূর্ব জন্মের তাৎপর্য নীচে দেওয়া হল।
কারও জন্মতারিখ যদি ১৩ জানুয়ারি, ১৯৮০ হয় তার ‘লাইফ পাথ’ সংখ্যা হল (১৩/০১/১৯৮০= ১+৩+০+১+১+৯+৮+০= ২৩=২+৩=৫) ৫।পাঁচের পূর্বজন্মের তাৎপর্য নীচে দেওয়া আছে। একই ভাবে নামের সংখ্যা বা লাইফ এক্সপ্রেশন নম্বর থেকেও পূর্বজন্মের ইঙ্গিত পাওয়া যায়।
বিভিন্ন সংখ্যার পূর্বজন্মের তাৎপর্যগত দিক নিয়ে এখানে আলোচনা করা হল:
যদি কারও সংখ্যা ১ (এক) হয়: আপনার সংখ্যা যদি জন্মদিন বা জন্মতারিখ থেকে ১ (এক) পেয়ে থাকেন, এতে বোঝা যায়, আপনি পূর্বজন্মে একদম নিজের ইচ্ছে বা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে অন্যের উপকারে কাজ করে গিয়েছেন। আগের জীবনে অন্যের জন্য যে আত্মত্যাগ করেছেন, তার ফলস্বরূপ এই জীবনে আপনি প্রকৃতি থেকে প্রায় সব ব্যাপারে সব রকম সহযোগিতা পেয়ে যাবেন।
যদি কারও সংখ্যা ২ (দুই) হয়: আপনি পূবর্জন্মে জাগতিক সুখভোগের প্রতি অত্যধিক আকৃষ্ট হয়েছিলেন। পূর্ব জীবনে আপনার আর্থিক ও জাগতিক সুখভোগ যাতে অবিচ্ছিন্ন ভাবে থাকে তার জন্য সময় ও সুযোগকে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগিয়েছেন, তাতে কিন্ত আপনার আত্মাকে ঠিকমতো পরিতুষ্ট করতে পারেনি। তাই জাগতিক ভাবনা ছাড়াও আধ্যাত্মিক বা অন্য উচ্চতর জীবনের দিকে আপনি যাতে অগ্রসর হতে পারেন এই জীবনে আপনাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে।
যদি কারও সংখ্যা ৩ (তিন)হয়: আপনার গতজন্ম বা তার আগের জন্মগুলি আপনার পক্ষে বেশ কঠিন ছিল। কেউ বা কারা বার বার আপনার আত্মার বিকাশে বাধা সৃষ্টি করতে চেয়েছে, অসুখী রাখতে চেয়েছে। তাই এই জীবনে আপনাকে সেই পাঠ দেওয়া হবে যাতে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বর্ধিত হয় এবং সেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে যাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেতনার বিকাশ সাধন করে যেতে পারেন।
যদি কারও সংখ্যা ৪ (চার) হয়: গত জন্মগুলিতে আপনার গৃহপরিবেশে, বাড়িতে, ঐতিহ্যগত ট্র্যাডিশনাল লাইফে আপনি সে ভাবে সুখী ছিলেন না। নিউমেরোলজির দিক থেকে যদি বলতে হয় তা হলে আপনি গত জন্মগুলিতে নানা ভাবে পরিত্যক্ত ছিলেন, আপনার প্রতি যত্ন নেওয়ার কেউ ছিল না। বর্তমান জন্মান্তরে আপনাকে অনেক বেশি হার্দিক ভাবাপন্ন ব্যবহারের দিকে হাত বাড়িয়ে দিতে হবে।
যদি কারও সংখ্যা ৫ (পাঁচ) হয়: গত জন্মান্তরগুলিতে আপনার লক্ষ্য ছিল অন্যকে মুগ্ধ করে আপনার নিজের কাজ হাসিল করা। এই লক্ষ্যে যত দূর যেতে হয় আপনি ততটাই যেতেন। আপনি শুধু আপনার স্বার্থের কথায় ভাবতেন, অন্যের মতামতকে মূল্য দিতেন না। এই জন্মে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছেআপনার চারপাশে যারা আছে, তাদের ও তাদের কাজকে গুরুত্ব দিয়ে বোঝা।
যদি কারও সংখ্যা ৬ (ছয়) হয়: গত জন্মে নানা কারণে আপনার দৈহিক, মানসিক স্বাস্থ্য সে ভাবে মোটেই ভাল ছিল না। আপনি আপনার পূর্বের জন্মগুলিতে আপনার পরিবারের সদস্যদের সে ভাবে যত্ন নিতে পারেননি। আপনার প্রতি স্নেহ ভালবাসা তারা সে ভাবে দেখায়নি। তাই এই জন্মে আপনাকে নিজের প্রতি যত্ন নিতে হবে ও অন্যকেও আপনার প্রতি স্নেহ-ভালবাসা ও যত্ন প্রকাশের সুযোগ দিতে হবে।
যদি কারও সংখ্যা ৭ (সাত) হয়: গত জন্মগুলিতে জীবন সংগ্রামে প্রতিষ্ঠিত করতে আপনি নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন। কিন্তু এই জীবনে প্রকৃতি আপনাকে আবার সেই ভাবে যেতে দেবে না। এ বার আপনাকে সুযোগ দেওয়া হবে নানা সম্পর্ক যাতে আপনি রক্ষা করে চলতে পারেন।
আরও পড়ুন: জন্মতারিখ বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (শেষ অংশ)
যদি কারও সংখ্যা ৮ (আট) হয়: কেন আপনার এই জীবনে ৮ সংখ্যা নেমে এল জানেন? গত জীবনগুলিতে যে দায়িত্ব ও কর্তব্য আপনার করা উচিত ছিল সেগুলি আপনি সে ভাবে সম্পাদন করেননি। তাই এই জীবনে আপনার পাঠ হবে, প্রকৃতির মধ্যে যে সত্য আছে তাকে গভীর ভাবে জীবন দিয়ে বোঝা যা আপনার আত্মার কল্যাণে লাগবে।
যদি কারও সংখ্যা ৯ (নয়) হয়: আগের জন্মগুলিতে আপনি এমন একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে জন্মেছিলেন, যেখানে আপনার পক্ষে সম্ভব ছিল না কোনও কিছুকে ভাল করা বা ভাল কিছু পাওয়া। তাই এই জীবনে যে পরিবেশে আপনার জন্ম হয়েছে, এটা গত জীবনের কষ্টের পুরস্কারস্বরূপ, এমন একটা সুন্দর পরিবেশে যেখানে আছে সৌন্দর্য, আনন্দ।
যদি কারও সংখ্যা ১১ (এগারো) হয়: এগারো মাস্টার নম্বর। নিউম্যারলোজিতে পরীক্ষা করে দেখা গেছে, প্রকৃতি আপনাকে গত জন্মগুলিতে আরামদায়ক জীবনযাপনের ব্যবস্থা করেছে, কিন্তু আপনার মধ্যে আত্মসন্তুষ্টি কাজ করেছে। আপনি আপনার নিজের আত্মার ডাক শোনেননি। তাই এ বার সুখ আর আত্মতুষ্টিকে প্রকৃত অর্থেই আত্মার উদ্দেশে কাজে লাগাতে চাইছেন।
যদি কারও সংখ্যা ২২ (বাইশ) হয়: বাইশ নিউমেরলোজির নিয়মে মাস্টার নম্বর। বাইশ নিউমেরোলজির নিয়মে ‘সাপ্রেসড ট্যালেন্ট’। এদের ভিতর এত পরিমাণ প্রতিভা ও দক্ষতা থাকা সত্ত্বেও এরা সেগুলিকে শেয়ার করে না। গত জন্মগুলিতে এরা নিজের প্রতিভার জন্য সম্মানিত হতে চান না। এরা নিজেকে উপযুক্ত করে চলেছেন কিন্তু কেউ যদি তা সেলিব্রেট করতে চায় এঁরা গত জন্মগুলিতে বার বার তাতে বেঁকে বসেছেন। তাই এ বারও আবার তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে। সে যদি ওই হৃদয়ের কথা শুনে বেরিয়ে এসে জগতের মাঝে তার যা কাজ আছে করে চলে প্রকৃতি তাকে আরও পুরস্কৃত করবে।