কেন বদলাবেন আপনার গৃহ?

Advertisement

পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০০:০৩
Share:

বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচুরে বদলাতে পারবেন না। সে তো প্রায় আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। অসম্ভব। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচুর না করেও কি করে আপনার বাড়িকে বাস্তুদোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।

Advertisement

কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাকঃ-

আপনার বাড়ির সিঁড়ি পূর্ব-পশ্চিমাভিমুখী। সিঁড়ির নিচে স্নানের ঘর এবং শৌচালয়ঃ- গৃহের শৌচালয় ও স্নানাগারটির অবস্থান পশ্চিমদিকে সিঁড়ির নিচে হওয়া বাস্তুমতে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শৌচালয়ের অবস্থান বাস্তুশাস্ত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ন বিষয়। অনুপযুক্ত স্থানে শৌচালয় নির্মাণ বাস্তুক্ষেত্রের অশুভত্বকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। সিঁড়ির নিচে শৌচালয় ও স্নানঘর বাস্তুশাস্ত্র মতে সর্বদাই ঋণাত্মক শক্তির সৃষ্টিকারক।

Advertisement

১। শৌচালয়টিকে সর্বদাই নৈঋত কোণের নিকটবর্তী করা উচিত।

২। সিঁড়ির ঋণাত্মক শক্তির প্রভাবকে কমানোর জন্য একটি রড় আকারের আয়না পশ্চিম মুখ করে পূর্বদিকে স্থাপন করে দিন।

বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement