বাড়ির প্রধান দরজা কেমন হওয়া উচিত জানেন?

দেখে নেওয়া যাক বাড়ির দরজা কেমন হওয়া উচিত

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

একটি বাড়ি অথবা ফ্ল্যাটে দরজার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রাচীন বহু গ্রন্থেই দরজা সম্পর্কে বহু কথাই বলা আছে। নিয়ম মেনে দরজা স্থাপন করলে বাড়ি বা ফ্ল্যাটের বাসিন্দাদের শান্তি, সু্‌খ ও সমৃদ্ধি লাভ হয়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক বাড়ির দরজা কেমন হওয়া উচিত-

১/ প্রধান ‍দরজাই যেন প্রবেশ দরজা হয়।

Advertisement

২/ প্রবেশ দরজা তোরণ, আলপনা ইত্যাদি দিয়ে সাজানো উচিত।

৩/ প্রধান প্রবেশ দরজার বাইরের দিকে ‘ওঁ’ চিহ্ন লিখে রাখা উচিত । চিহ্নটি যেন সকলের নজরে পড়ে।

৪/ প্রধান প্রবেশ দরজার ভিতরের দিকে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। যাতে ঘর থেকে বেরনোর সময় ‘স্বস্তিক’ চিহ্ন নজরে পড়ে।

৫/ কোনও অবস্থাতেই দরজার উচ্চতা যেন চওড়ার দুই গুণের চেয়ে কম না হয়।

আরও পড়ুন: আপনার সম্বন্ধে অনেক কিছু বলা যায় শুধুমাত্র নাম আর জন্মদিন থেকেই!

৬/ দরজা অবশ্যই নতুন উৎকৃষ্ট মানের কাঠের হওয়া উচিত।

৭/ যদি ধাতুর দরজা করা হয়, তা এমন ভাবে তৈরি করতে হবে, যাতে খোলা বা বন্ধের সময় শব্দ না হয়।

৮/ স্বয়ংক্রিয় ভাবে খোলা বা বন্ধ হওয়া দরজা উপযুক্ত নয়।

৯/ প্রধান প্রবেশ দরজা অন্যান্য দরজার তুলনায় বড়, মজবুত ও সুসজ্জিত হওয়া উচিত।

১০/ বাড়ির অন্যান্য দরজার উচ্চতা ও চওড়া একই হওয়া উচিত।

১১/ প্রধান প্রবেশ দরজা ঘড়ির কাঁটার নিয়মে ডান দিকে খুলতে হবে।

১২/ বাইরের দরজা ভিতরে থেকে প্রবেশ করার ডানদিকে ঘুরলে সেই দরজাকে বলে সব্য দরজা। এর ফল- সুখ, ধন্যধান্য ও সন্তানাদি বৃদ্ধি।

১৩/ বাইরের দরজা থেকে ভিতরে প্রবেশের সময় দরজা যদি বাঁ-দিকে পড়ে, সেটি হল অপসব্য দরজা। এটি অশুভ। ফল- অর্থহানি, বন্ধু-বান্ধবহানি, রোগের প্রকোপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement