জীবন নিয়ে দিশেহারা? সমাধান হবে এক নিমেষেই

বর্তমান সমাজে মানুষ যত আধুনিক হচ্ছে ততই মানুষের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর সমস্যা। আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা আজকাল মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

বর্তমান সমাজে মানুষ যত আধুনিক হচ্ছে ততই মানুষের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর সমস্যা। আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা আজকাল মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। যার থেকে বেরোনোর পথ না পেয়ে মানুষ আজ দিশাহারা। দিশেহারা না হয়ে জীবনে সংগ্রাম করুন। চাওয়া-পাওয়ার হিসাব না করে নিজে বাঁচুন, অন্যকে সাহায্য করুন। জ্যোতিষশাস্ত্রের কিছু টোটকা আপনারা প্রয়োগ করে দেখুন, দেখবেন জীবনে একের পর এক সমস্যা অচিরেই দূর হয়ে যাবে।

Advertisement

১। সকালে খালি পেটে, বাসি মুখে হলুদ সর্ষের কয়েকটা দানা চিবিয়ে জল পান করে গেলে (টানা ২১ দিন অন্তত) সমস্ত চর্মরোগ সেরে যায়।

২। লাল রঙের হকীক পাথরে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

Advertisement

৩। সাদা সর্ষে পেষণ করে রক্তচন্দনের সঙ্গে মিশিয়ে কপালে ফোঁটা দিলে রূপহীন মানুষও সুন্দর/সুন্দরীদের বশ করতে পারে।

৪। বটমূল/শ্বেত অপরাজিতা মূল ঘষে কপালে লাগালে পুরুষ/স্ত্রী বশ হয়।

৫। বেলপাতা পেষণ করে কুমকুমের সঙ্গে মিশিয়ে কপালে লাগালে স্ত্রী বশ হয়।

৬। পূষ্যা নক্ষত্রে পূনর্নবার শিকড় ডান বাহুতে ধারণ করলে অপরকে বশীকরণ করা যায়।

৭। ভরণী নক্ষত্রে চাঁপার কলি হাতে বাঁধলে স্ত্রী/পুরুষ বশ হয়।

৮। অনুরাধা নক্ষত্রে রক্তকরবী ডান বাহুতে ধারণ করলে শত্রু শান্ত হবে। আবার ওই নক্ষত্রে চামেলীর শিকড় মাথার নীচে রেখে দিলে শত্রু মিত্র হবে।

৯। পূষ্যা নক্ষত্রে চামেলী গাছের শিকড় তাবিজে ভরে ধারণ করলে শত্রু নাশ হয়।

আরও পড়ুন: আপনি আশাহত? এই টোটকা মেনে চলুন, উপকার পাবেন

১০। পুরনো গুড় মাটির নীচে পুঁতে দিলে সন্তান সুখ প্রাপ্তি হয়।

১১। পুনর্বসু নক্ষত্রে মেহেন্দি গাছের মূল নিজের কাছে রাখলে গায়ের দুর্গন্ধ দূর হয়।

১২। ভরনী নক্ষত্রে চাঁপার কলি হাতে বাঁধলে শত্রু বশ হয়।

১৩। জ্যেষ্ঠা নক্ষত্রে জাম গাছের শিকড়ে সম্মান লাভ হয়।

১৪। স্বাতী নক্ষত্রে মোগরার শিকড় সুন্দরী হওয়ার জন্য।

১৫। উত্তর ফাল্গুণী নক্ষত্রে নিমগাছের মূল এনে কাছে রাখলে সন্তান লাভ হয়।

১৬। তুলসী গাছের শিকর লাল সুতো দিয়ে বেঁধে কারও নাম করে, সে আমার বশ হোক বললে কাজ হবেই।

১৭। তাজা অশ্বত্থ গাছের পাতা ঘরে রাখলে বা পুজো করলে ভাতের অভাব হবে না।

১৮। অশোক গাছের শিকড় পবিত্র স্থানে রাখলে এবং পুজো করলে ধন সম্পত্তির অভাব থাকবে না।

১৯। লোকের কুনজর দূর করার জন্য সবুজ লঙ্কা, কাঁচা হলুদ, লেবু লাল রঙের ধাগায় বাঁধতে হবে।

২০। পুষ্যা নক্ষত্রে সুদর্শন গাছের শিকড় ধারণে শত্রু বশ হয়।

২১। শ্বেত গুঞ্জার মুল ধারণে শত্রু বশীভূত হয়।

২২। বিয়ের জন্য রূপার নাকছাবি/রূপার চেন ময়ুরের পালক ঘরে রাখুন।

২৩। বিয়ের জন্য মেয়ে যে ঘরে শোয় সেই ঘরের দরজায় ১৬টি আমপাতা লাল সুতোয় বেঁধে দরজার চৌকাঠে টাঙিয়ে দিন। মোট১৬টা সোমবার করতে হবে।

২৪। আমলকী বৃক্ষের মূল জলের সঙ্গে ঘষে কপালে তিলক কাটলে বস বশীভূত হয়। সন্ধ্যায় বাড়ির মূল দরজায় কাঁচামাটির প্রদীপ জ্বালালে শত্রু বশীভূত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement