রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশিতে যাঁদের জন্ম, তাঁরা সুন্দরের পূজারী। শিল্পকলা এবং সঙ্গীতের প্রতি আকর্ষণ অন্যান্য রাশির থেকে একটু বেশিই বলা যায়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণও জন্মগত। রাশি অধিপতি শুক্র, অবস্থান করছে নিজ ক্ষেত্রে।
দ্বিতীয় স্থানে (মিথুন রাশিতে) অবস্থান করছে বুধ, রাহু এবং রবি। অষ্টম স্থানে (ধনু রাশিতে) অবস্থান করছে কেতু এবং বৃহস্পতি (বক্রী)। নবম স্থানে (মকর রাশিতে) অবস্থান করছে নবম অধিপতি শনি ( বক্রী)। একাদশ স্থানে (মীন রাশিতে) অবস্থান করছে মঙ্গল।
জুলাই মাস বৃষ রাশির জন্য শুভ মাস। শৌখিন জিনিস কেনার যোগ রয়েছে। জুলাই মাসে বৃষ রাশির শিক্ষার কথা বলতে গেলে পঞ্চম রাশির অধিপতি বুধের অবস্থান বিশ্লেষণ করার দরকার। বুধ অবস্থান করছে নিজ ক্ষেত্রে রাহু এবং রবির সঙ্গে। আগামী ১২ জুলাই বুধ সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। আগামী ১৬ জুলাই রবি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। ফলে রবি বুধ এবং রবি রাহুর যোগের পরিবর্তন হবে। বৃহস্পতির ধনু রাশিতে আগমন হবে। ফলে শুভ পরিবর্তন আশা করা যায়। প্রেমের ক্ষেত্রে মাসটা শুভ।
আরও পড়ুন: প্রেম থেকে পেশা, আগামী জুলাই কেমন যাবে মেষ রাশির
বৃষ রাশির কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন আশা করা যায়। ভাগ্য এবং কর্মস্থানের অধিপতি শনি নিজ রাশিতে অবস্থান করছে। ভাগ্যস্থানের অধিপতি নিজ ক্ষেত্রে। ষষ্ঠ রাশির অধিপতি নিজ রাশিতে এবং নবম রাশির অধিপতির সঙ্গে সংযোগ প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ পরিবর্তনের ইঙ্গিত। বিশেষত নতুন চাকরির ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগে শুভ ফল মিলবে। কথার উপর নিয়ন্ত্রণ রাখুন।
বৃহস্পতি কেতুর অবস্থান বিভিন্ন রাশিতে ভিন্ন ফল দান করে। বৃষ রাশির ক্ষেত্রে জ্ঞান, গুপ্ত বিদ্যা গবেষণা দর্শন শাস্ত্রে এবং ধর্মীয় শিক্ষার শুভ পরিবর্তন আশা করা যায়।