বৃশ্চিক (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (চতুর্থ) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি।
তুলা রাশিচক্রের সপ্তম রাশি। রাশি অধিপতি শুক্র অবস্থান করছে কুম্ভ (পঞ্চম) রাশিতে। সহাবস্থান করছে রবি। শুক্র আগামী ১৭ মার্চ এবং রবি আগামী ১৪ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে। বৃশ্চিক (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (চতুর্থ) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি। সহাবস্থান করছে বৃহস্পতি এবং বুধ। বুধ আগামী ১১ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বৃষ (অষ্টম) রাশিতে একসঙ্গে অবস্থান করছে রাহু এবং মঙ্গল।
রাশি অধিপতির পঞ্চম রাশিতে অবস্থান শুভ হলেও রবির সঙ্গে অবস্থান এবং রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক মধ্যম মানসিক ও শারীরিক ক্ষেত্রে।
দ্বিতীয় রাশিতে কেতুর অবস্থান এবং রাশি অধিপতির মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক ধনস্থানের ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। তবে জ্ঞান লাভের ক্ষেত্রে শুভ। প্রসাধন, বিলাসবহুল দ্রব্য, যোগাযোগ, টেলিকম, লোহা, তেল ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
চতুর্থ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান। সহাবস্থান বৃহস্পতি, বুধের এবং রাহুর সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুভ ফল আশা করা যায় জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত সুখের ক্ষেত্রে।
চতুর্থ ও পঞ্চম রাশির অধিপতি তুলা রাশির বিশেষ শুভ ফলদাতা গ্রহ এবং নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও পঞ্চম রাশিতে রবি এবং শুক্রের অবস্থান সন্তান সংক্রান্ত সুখের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। সন্তানের ক্রোধ বৃদ্ধি সংক্রান্ত সমস্যার আশঙ্কা আছে। আগামী মাসের দ্বিতীয় অর্ধে রবি শুক্রের রাশি পরিবর্তনের পর শুভ। মধ্যম পড়াশোনা এবং প্রেমপ্রীতির ক্ষেত্র।
ষষ্ঠ রাশি অধিপতির অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক অনুসারে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। রোগ, শত্রু এবং ঋণ সংক্রান্ত বিষয়ে। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রও মধ্যম।
দাম্পত্য সুখের ক্ষেত্র মধ্যম। তবে আঘাত, রক্তপাত বা দুর্ঘটনা থেকে সচেতনতা অবলম্বন প্রয়োজন।
মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যরাশির ক্ষেত্রে। অর্থাৎ ভাগ্যে মধ্যম ফল আশা করা যায়।
দশম বা কর্ম রাশির সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক মোটের উপর শুভ ফল আশা করা যায় কর্মক্ষেত্রে। মধ্যম আয় বা লাভের ক্ষেত্র।