মানুষের জীবনে নক্ষত্রের ভূমিকা

গাছ লাগানোর ক্ষেত্রে- বীজ পুঁততে হবে হস্তা, চিত্রা, স্বাতী, মঘা, পুষ্যাস, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রোহিনী,রেবতী, মূলা ও অনুরাধা নক্ষত্রে। ফুল গাছের বীজ পুঁততে মৃগশিরা, পুনর্বসু, হস্তা, চিত্রা, স্বাতী, অনুরাধা, রেবতী শুভ।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

নক্ষত্রের সংখ্যা সাতাশ ২৭টি। তার মধ্যে সাধারণত ভরণী, কৃত্তিকা, আর্দ্রা, অশ্লেষা, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ফাল্গুনী,বিশাখা, জ্যে ষ্ঠা নক্ষত্র শুভ কাজে বর্জনীয়। এর মধ্যে ভরণী বা কৃত্তিকা বিশেষ ভাবে বর্জনীয়।
• অন্নপ্রাশনে শুভ নক্ষত্র- অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, ধনিষ্ঠা, পুষ্যান, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবনা, শতভিষা, চিত্রা, উত্তর ফাল্গুনী।
• মস্তক মুণ্ডনের ক্ষেত্রে- পুনর্বসু, মৃগশিরা, ধনিষ্ঠা, শ্রবণা, রেবতী, পুষ্যাি, চিত্রা, হস্তা, অশ্বিনী শুভ।
• হাতেখড়িতে- অশ্বিনী, পুনর্বসু, আর্দ্রা, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবনা, রেবতী শুভ।
• উপনয়নে- অনুরাধা, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রেবতী, রোহিনী,মৃগশিরা, পুনর্বসু, পুষ্যাভ শুভ।

Advertisement

আরও পড়ুন: নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কি আপনার আছে? বলা যায় রবির এই অবস্থান থেকে

• বিবাহের ক্ষেত্রে- রোহিনী, মৃগশিরা, মঘা, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, রেবতী শুভ।
• নতুন বস্ত্র পরিধানে- অশ্বিনী, রোহিনী, পুনর্বসু, পুষ্যাত, চিত্রা, স্বাতী, বিশাখা, ধনিষ্ঠা, রেবতী শুভ।
• দাড়ি কাটায়- পুষ্যাী, পুনর্বসু, রেবতী, হস্তা, শ্রবণা, ধনিষ্ঠা, মৃগশিরা, অশ্বিনী, চিত্রা, জ্যে ষ্ঠা, স্বাতী, শতভিষা শুভ।
• ব্যিবসার জন্য কেনাকাটা- পুষ্যার নক্ষত্র সবচেয়ে ভাল।
• বাসস্থান পরিবর্তনে- হস্তা, মৃগশিরা, অনুরাধা খুব ভাল। নিজের জন্ম নক্ষত্র অশুভ।
• উইল বানাতে- পুষ্যাহ নক্ষত্র শুভ।
• বাড়ি তৈরি, ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য রোহনী, মৃগশিরা, চিত্রা, হস্তা, জ্যে ষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা শুভ।
• দরজার ফ্রেম বসানোর জন্য শুভ হচ্ছে রোহিনী, মৃগশিরা, চিত্রা, অনুরাধা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ,রেবতী।
• কুয়ো খোঁড়ায়- রেবতী, উত্তর ভাদ্রপদ, হস্তা, অনুরাধা, মঘা, শ্রবণা, রোহিনী, পুষ্যায শুভ।
• গৃহপ্রবেশে- রোহিনী, মৃগশিরা, উত্তরাষাঢ়া, চিত্রা, উত্তর ভাদ্রপদ শুভ।
• জমি কেনায়- অশ্বিনী, রোহিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যাা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ফাল্গুনী,উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ শুভ।
• বাড়ি কেনার জন্য- মৃগশিরা, অশ্লেষা, মঘা, বিশাখা, মূলা, পুনর্বসু, রেবতী শুভ।
• গাছ লাগানোর ক্ষেত্রে- বীজ পুঁততে হবে হস্তা, চিত্রা, স্বাতী, মঘা, পুষ্যাস, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রোহিনী,রেবতী, মূলা ও অনুরাধা নক্ষত্রে। ফুল গাছের বীজ পুঁততে মৃগশিরা, পুনর্বসু, হস্তা, চিত্রা, স্বাতী, অনুরাধা, রেবতী শুভ। এ ছাড়া অশ্বিনী সুপারীর শুভ, পুনর্বসু আখের ক্ষেত্রে শুভ, পুষ্যাষ শষ্যেীর ক্ষেত্রে শুভ, স্বাতী, শ্রবণা ধানের ক্ষেত্রে শুভ, অনুরাধা তিলের ক্ষেত্রে শুভ, মূলা লতানো গাছের ক্ষেত্রে শুভ, শতভিষা কালো দানার জন্য ভাল।
• ভ্রমণে শুভ নক্ষত্র- অশ্বিনী, মৃগশিরা, পুষ্যাী, পুনর্বসু, হস্তা, অনুরাধা, শ্রবণা, মূলা, ধনিষ্ঠা, রেবতী। ভরণা ও কৃত্তিকা চরম অশুভ।
• মামলা করার জন্য- অশ্বিনী, রোহিনী, মৃগশিরা, পুষ্যাা, হস্তা, চিত্রা, অনুরাধা, ধনিষ্ঠা, রেবতী শুভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement