প্রতীকী চিত্র।
হস্তরেখা বিচারের ক্ষেত্রে বিভিন্ন রেখার মতো বিভিন্ন চিহ্নও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন চিহ্ন বিভিন্ন রকম ইঙ্গিত দান করে। কোন চিহ্ন শুভ আর কোন চিহ্ন অশুভ? ক্ষেত্র চিহ্ন, চলতি কথায় যাকে চতুষ্কোণ চিহ্ন বলা হয়। হস্তরেখা বিচারের ক্ষেত্রে ক্ষেত্র বা চতুষ্কোণ চিহ্ন খুবই গুরুত্ব পূর্ণ। এই চিহ্ন অন্য অশুভ চিহ্নের কুফল থেকে রক্ষা করে। অর্থাৎ কোনও অশুভ ইঙ্গিত বা লক্ষণ হাতে থাকলেও ক্ষেত্র বা চতুষ্কোণ চিহ্ন হাতে থাকলে অশুভ ফল প্রাপ্তি থেকে রক্ষা করে। বিশেষত অশুভ লক্ষণ যদি চতুষ্কোণ চিহ্নের মধ্যে থাকে। ক্ষেত্র চিহ্ন কোন গ্রহের ক্ষেত্রে কী ফল দান করে?
বৃহস্পতি– বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন জলযাত্রা বা তীর্থ ভ্রমণ, বাড়ি তৈরি, বিদেশে প্রতিষ্ঠা প্রভৃতি নির্দেশ করে।
শনি– শনির ক্ষেত্রে এই চতুষ্কোণ চিহ্ন থাকলে সেই ব্যক্তির অধীনে বহু ব্যক্তি থাকেন।
রবি– রবির ক্ষেত্রে এই চিহ্ন রাজ অনুগ্রহে খ্যাতি ও প্রতিষ্ঠার সূচক।
বুধ– বুধের ক্ষেত্রে এই চিহ্ন থাকলে সেই ব্যক্তির ব্যবসার দ্বারা লাভ হয় এবং তাঁর বহু অনুচর ও সহচর থাকে।
মঙ্গল– মঙ্গলের ক্ষেত্রে এই চিহ্ন ভূসম্পত্তির সূচক।
চন্দ্র– চন্দ্রের ক্ষেত্রে এই চিহ্ন অনেক সময় বিনা পরিশ্রমে অর্থ লাভ নির্দেশ করে। এই ক্ষেত্রে অনুভূতি রেখার পাশে চতুষ্কোণ চিহ্ন জীবনীশক্তির অপচয় নিবারণ করে।
শুক্র– শুক্রের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন যানবাহন ও বিলাসিতার দ্রব্য লাভ নির্দেশ করে। এই চিহ্ন হাতে থাকলে সেই ব্যক্তির বহু বন্ধু থাকে।